ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি কর ফেলেছেন মোহালির ছেলে শুভমন গিল। তিনি ১৪৯ বলে ২০৮ রান করে ওডিআই ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবার। তবে এমন দিনে শুভমন গিলের বাবার প্রসঙ্গে মজার গল্প বলেছেন পঞ্জাবের ব্যাটসম্যান গুরকিরাত সিং মান প্রকাশ করেছেন যে শুভমন গিলের বাবা শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করার পরে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ১১৬ (৯৭) আউট হওয়ার পরে যে গিলের বাবা খুশি ছিলেন না সেটি জানান গুরকিরাত। তবে তাঁর ছেলে যে বড় কিছু করবে তার আশা ছিল গিলের বাবার আর সেটাই জানালেন পঞ্জাবের ব্যাটসম্যান গুরকিরাত সিং মান। তিনি বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে আউট হওয়ার পরে গিলের বাবা তাঁকে বলেন, ‘তুমি দেখছ সে কীভাবে আউট হচ্ছে। সেঞ্চুরি করার পরও তাঁর কাছে ডাবল সেঞ্চুরি করার যথেষ্ট সময় ছিল। ও কবে যে শিখবে?’ গুরকিরাত বলেছেন। ‘আমি আশা করি গিলের বাবা আজ সন্তুষ্ট হবেন।’
আরও পড়ুন… ভিনেশের যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হলে গলায় দড়ি দেব-কুস্তি ফেডারেশনের সভাপতি
শুভমন গিলের বাবা লখবিন্দর গিল বলেছেন যে তিনি তাঁর ছেলের এমন পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুভমন গিলের বাবা বলেন, ‘এখন মনে হচ্ছে যে স্বপ্নের জন্য তিনি ফাজিলকা থেকে মোহালিতে এসেছিলেন সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সেঞ্চুরি আমাকে আশা দিয়েছে যে ছেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও ভালো করবে।’ শুভমন গিলের ডাবল সেঞ্চুরির পর বাবার ফোন বারবার বেজে উঠছিল, ফোনের রিং থামার নামই নিচ্ছিল না। গ্রাম থেকে পরিবার, বন্ধুবান্ধব ও পরিচিতজনের কাছ থেকে ফোনে শুভেচ্ছা আসছে।
আরও পড়ুন… শেষ হল দুই দশকের বর্ণময় ক্রিকেট অধ্যায়, অবসর নিলেন হাসিম আমলা
এই বিশেষ মুহূর্তে শুভমন গিলের মা কিরাত গিল বলেছিলেন যে তাঁর ছেলের সেঞ্চুরি করার আগে থেকেই তাঁর বিবেক থেকে আওয়াজ আসতে শুরু করেছিল যে আজ বড় কিছু হতে চলেছে। দেড়শোর অঙ্ক পার হতেই ছেলের কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশা বেড়ে গিয়েছিল পরিবারের। এভাবেই ঘটল এবং ছেলে ডাবল সেঞ্চুরি করলেন। গিলের মা বলেন, ‘আজ ছেলে আমাকে এত আনন্দ দিয়েছে যে ভাষায় বর্ণনা করা কঠিন। চারদিক থেকে অভিনন্দনের ঝড় বইছে। এখন আমি গুরুদ্বারে যাব এবং ওয়াহেগুরুকে ধন্যবাদ জানাব।’
এই ম্যাচে একসঙ্গে অনেক রেকর্ড গড়েছেন শুভমন গিল। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়েছেন শুভমন গিল। ২৩ বছর বয়সে তিনি এই কীর্তি করেছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল ইশান কিষাণের নামে ছিল। যিনি ২৪ বছর বয়সে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ভারতের হয়ে ওডিআই ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রান করার পর ৫০তম ওভারে তিনি আউট হন।
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছেন শুভমন গিল। তাঁর আগে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ এবং ইশান কিষাণ এমনটি করেছেন। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের কথা বললে, ওয়ানডেতে দশমবারের মতো এসেছে ডাবল সেঞ্চুরি। ভারত ছাড়াও বাকি তিনটি সেঞ্চুরি করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। এখানে এটা জানা গুরুত্বপূর্ণ যে রোহিত শর্মা তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন।
এই ক্রিকেটার যখন ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তখন সবার মুখেই শুভমন গিলের নাম উঠে এসেছিল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ছিলেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিজয়ী ট্রফি জিতে নিয়েছিল ভারত। এই জয়ে শুভমনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।