ক্রিকেট মাঠে কখনও কখনও একজন ব্যাটসম্যানের ভাগ্য এতটাই খারাপ হয় যে, তিনি খুবই হাস্যকর ভাবে আউট হন। যাঁর উইকেট পড়ে, তাঁর জন্য বাঁশ হলেও, বাকিরা পূর্ণ মাত্রায় রসবোধ উপভোগ করেন। এই যেমন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচে কিউয়ি ব্যাটার নীল ওয়াগনরের অদ্ভূত ভাবে ক্যাচ আউট হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে হেসে গড়াচ্ছে নেট পাড়া।
বিষয়টি কী? আসলে তৃতীয় টেস্টে কিউয়ি দলের দ্বিতীয় ইনিংসে স্পিনার জ্যাক লিচের বলে উইকেটরক্ষক স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়েছিলেন ওয়াগনার। তবে বিলিংস যে ভাবে ক্যাচটি ধরেন, তা ছিল অত্যন্ত হাস্যকর। স্পিনার লিচের বলটি ঠিক ভাবে বুঝতেই পারেননি ওয়াগনার। বলটি তাঁর ব্যাটের কোণায় লেগে ব্রিটিশ উইকেটকিপারের কাছে চলে যায়।
আরও পড়ুন: টেস্টের মাঝেই করোনায় আক্রান্ত বেন ফক্স! দলে এলেন স্যাম বিলিংস
বিলিংস ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও বল হাত থেকে বেরিয়ে দু'পায়ের মাঝখানে আটকে যায়। এই অবস্থায় বল যাতে মাটিতে না পড়ে যায়, বিলিংস শক্ত করে পায়ের ফাঁকে বলটি আটকে রাখে। তার পর তাড়াহুড়ো না করে বলটি ধীরেসুস্থে সাবধানে পায়ের ফাঁক থেকে বের করেন। পায়ের ফাঁকে ক্যাচ ধরেই ওয়াগনারকে সাজঘরে ফেরান বিলিংস। এমন আজব ক্যাচ দেখে সকলে মজাই পেয়েছেন। এই ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।