রোড সেফটি সিরিজের সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয় ইন্ডিয়া লেজেন্ডসের। প্রথমে ব্যাট করে ১৭২ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল অস্ট্রেলিয়া। নমন ওঝা অপরাজিত ৯০ রান এবং ইরফান পাঠানের ১২ বলে অপরাজিত ৩৯ রানের সৌজন্যে পাঁচ উইকেটে জিতলেন সচিন তেন্ডুলকররা। উঠে গেলেন ফাইনালে।
১২ বলে ৩৯ রান ইরফানের! অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে সচিন
ছক্কা মেরে ইন্ডিয়া লেজেন্ডসকে জেতালেন ইরফান পাঠান। ১২ বলে ৩৯ রানে অপরাজিত থাকলেন। ৬২ বলে ৯০ রানে অপরাজিত থাকলেন নমন ওঝা। পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া লেজেন্ডসকে হারিয়ে ফাইনালে উঠল ইন্ডিয়া লেজেন্ডস।
১৯ তম ওভারে উঠল ২১ রান
১৯ তম ওভারে উঠল ২১ রান। তিন ছক্কা মারলেন ইরফান পাঠান। এবার ম্যাচ ভারতের হাতের মুঠো। তিন চাই আর ভারতের।
১৮ তম ওভারে উঠল ১২ রান
১৮ তম ওভারে ইন্ডিয়া লেজেন্ডসের ১২ রান উঠল। ৫৯ বলে ৮৮ রানে অপরাজিত নমন ওঝা। ১৮ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১৪৮ রান।
৩ ওভারে চাই ৩৬ রান
তিন ওভারে ৩৬ রান বাকি ইন্ডিয়া লেজেন্ডসের। ১৭ তম ওভারে উঠল ১০ রান। ১৭ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১৩৬ রান।
আউট হয়ে গেলেন ইউসুফ পাঠান
আউট হয়ে গেলেন ইউসুফ পাঠান। তিন বলে এক রানে আউট হয়ে গেলেন। ১৬ তম ওভারে মাত্র চার রান উঠল। চার ওভারে ইন্ডিয়া লেজেন্ডসের চাই ৪৬ রান।
পাঁচ ওভারে দরকার ৫০
আউট বিনি। মারতে গিলে লং অনে ক্যাচ আউট হলেন বিনি। ম্যাকগেনের বলে হোয়াইটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। ভারতীয় লেজেন্ডস ১২২-৪। ওঝা নট আউট ৭৭ রানে, অন্যদিকে নতুন ব্যাটার ইউসুফ।
যুবি আউট
মারতে গিয়ে আউট যুবি। ভারত তিন উইকেট খুইয়ে ১১৫। ৪০ বলে ৫৭ করতে হবে ভারতীয় লেজেন্ডদের।
ঝোড়ো হাফ সেঞ্চুরি ওঝার
স্পিনারদের দুরমুষ করে হাফ সেঞ্চুরি করলেন নমন ওঝা। অনবদ্য ফুটওয়ার্ক, ক্লিন হিট করছেন তিনি। ১২ ওভার শেষে ১০১-২, ৪২ বলে ৬৪ করে নট আউট নমন ওঝা।
১০ ওভারে ৭৭-২
ক্রেজার ওভার থেকে এল ১৩। লোপ্পা বলগুলিকে মনের সুখে পেটালেন নমন ও যুবি। শেষ ১০ ওভারে জিততে ৯৫ রান লাগবে ভারতের। ৩৪ বলে ৪৮ রানে নট আউট নমন। ভারতীয় লেজেন্ডদের জিততে হলে তাঁর শেষ অবধি থাকা খুবই প্রয়োজনীয়।
আউট রায়না
৮ বলে ১১ করে ছক্কা মারতে গিয়ে আউট হলেন সুরেশ রায়না। জেসন ক্রেজার বলে লং অফের ওপর দিয়ে মারতে যান রায়না, কিন্তু বাউন্ডারিতে সহজ ক্যাচ নেন ফার্গুসন। আট ওভারে ভারতীয় লেজেন্ডসরা ৫৪-২। মারছেন নমন ওঝা।
আউট সচিন
রিয়ার্ডনের লেগের ওপর সোজা বলকে ফাইন লেগের দিকে ঠেলতে গিয়ে আউট হলেন সচিন। শাফল করে জায়গা করে আধুনিক ক্রিকেটারদের মতো মারতে গিয়ে মাত্র দশ রানেই শেষ হল সচিনের ইনিংস। পেসারদের প্যাডেল সুইপ করতে গিয়েছিলেন তিনি কিন্তু ব্যর্থ হলেন। ৬ ওভার শেষে ৪৫-১, ক্রিজে রায়না ও ওঝা।
জীবনদান পেলেন নমন
ব্রেট লি -র বলে চালালেন নমন। মিড অফে ঝাঁপিয়েও উইকেট নিতে পারলেন না পরিবর্ত ফিল্ডার। পাঁচ ওভার শেষে ৩৮-০। ব্রেট লি-র অফের বাইরে বলে আপার কাট মারলেন সচিন ২০০৩ বিশ্বকাপের স্মৃতি উসকে।
হাত খুললেন নমন
ন্যানেসের দ্বিতীয় ওভারে দুটি চার ও একটি ছক্কার সহযোগে এল ১৬ রান। অন্যদিকে দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে ভারতের চাপ বাড়াচ্ছেন ব্রেট লি।
অপর দিকে ডার্ক ন্যানেস
অনেকটা পেস হারিয়েছেন ন্যানেস। দেখতে হবে সেই বিষাক্ত সুইংটি এখনও তাঁর হাতে আছে কিনা। লেগে বল করলেন, পরপর দুটি চার মারলেন নমন। দুই ওভার শেষে ১৪-০
বোলিং শুরু ব্রেট লি-র
সামনে নমন ওঝা। আগের থেকে পেস হয়তো কিছুটা কমেছে কিন্তু হাতে সেই সুইং এখনও আছে যা অতীতে বহু প্লেয়ারকে ভুগিয়েছে। পরপর দুটি বলে বিট করলেন সচিনকে। তারপরেই এল ট্রেডমার্ক ব্যাকফুট পাঞ্চে চার। এক ওভার শেষে ৫-০।
শেষ তিন ওভারে উঠল ৩৫
হাত চালিয়ে মূলত ক্যামেরন হোয়াইটের দৌলতে ১৭১ করল অজিরা। অজিদের হয়ে ওয়াটসন ৩০, ডুলান ৩৫ এবং ডাঙ্ক সর্বোচ্চ ৪৬ করেন। হোয়াইটও করেন ৩০ অপরাজিত। ভারতীয় লেজেন্ডদের হয়ে মিঠুন দুটি, ইউসুফ দুটি ও রাহুল শর্মা একটি উইকেট নেন। ওভার পিছু সবচেয়ে কম রান খেয়ে বল করেছেন মিঠুন ও রাহুল।
২০ ওভারে ১৭১-৫
শেষ ওভারে রাজেশ পাওয়ারকে মেরে ১৪ তুললেন অজিরা। ১৮ বলে ৩০ রান করে অপরাজিত হোয়াইট, ৮ বলে ১২ করেন হ্যাডিন।
নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে
ক্রিজে আছেন ক্যামেরন হোয়াইট ও ব্র্যাড হ্যাডিন। ১৯ ওভার শেষে ১৫৭-৫। মাঠে তেমন লোক নেই, দিনের বেলায় খেলা হওয়ার ফলে। আর একটা ওভার বাকি, দেখা যাক কত করতে পারে অজিরা।
আজকে আর খেলা হবে না
বৃষ্টির জন্য আজ আর খেলা হবে না। কাল দুপুর সাড়ে তিনটে থেকে আবার খেলা শুরু হবে।
বৃষ্টি শুরু হয়ে গিয়েছে
ঝিরিঝিরি বৃষ্টি তো আগেই হচ্ছিল, এবার বেশ ভারী বৃষ্টি শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে মাঠ ছাড়লেন প্লেয়াররা। শেষ অবধি কত ওভারের ম্যাচ হয়ে সেটাই দেখার। শুরুতে ওয়াটসন ৩০ ও ডোলান ৩৫ভালো ভিত গড়ে দেন। তারপর ডাঙ্ক করেছেন ৪৬। কিন্তু বাকিরা সস্তায় আউট হয়েছেন। ভারতকে ম্যাচে ফিরিয়েছেন স্পিনাররা। ইউসুফ মার খেলেও দুটি উইকেট নিয়েছেন (৩৬ রানে)। রাহুল শর্মা একটি উইকেট নিয়েছেন। পনেরো রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মিঠুন। আগেই অনেকটা সময় বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, তাই খুব সম্ভবত এবার কম ওভারের খেলা হবে।
আউট ডাঙ্ক
২৬ বলে ৪৬ রান করার পর আউট হলেন বেন ডাঙ্ক। তবে এটি যতটা না অভিমন্যু মিঠুনের উইকেট, তার থেকে বেশি সুরেশ রায়নার উইকেট। নিজের ক্রিকেটিং জীবনের ঝলক দেখিয়ে অসামান্য ডাইভ দিয়ে ক্যাচ নিলেন তিনি। ১৭ ওভার শেষে অজি লেজেন্ডরা ১৩৬-৫।
চতুর্থ উইকেটের পতন
আট বলে পাঁচ রান করে আউট হলেন ন্যাথান রিয়ারডন। লিডিং এজ লেগে বল উপরে চলে যায়। কিপার ও বোলার দুজনেই ক্যাচটি ধরতে যান। দুজনের ধাক্কা লাগলেও ক্যাচ ছাড়েননি নমন ওঝা। উইকেট পেলেও এই ঘটনায় ক্ষুব্ধ অভিমন্যু মিঠুন। ১৫.২ ওভারে অজিরা ১২৮-৪। এখনও পর্যন্ত ১১ ওভার স্পিন করিয়েছেন সচিন। তার মধ্যে আছে রায়নার ওভারও। সচিন কি হাত ঘোরাবেন, সেই দিকে নজর থাকবে।
দশ রান করে আউট ফার্গুসন
১৩ ওভার শেষে ১০৫-৩। ১০ রান করে আউট হলেন ক্যালাম ফার্গুসন। ইউসুফকে মারতে গিয়ে মিসটাইম করে সচিনের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন। ভালো ফর্মে আছেন ডাঙ্ক।
আউট ডুলান
৩১ বলে ৩৫ রান করে আউট অ্যালক্স ডুলান। অজিরা ৭৮-২। ইউসুফ পাঠানের বলে মারতে গিয়ে নমন ওঝার হাতে স্টাম্প হলেন তিনি।
ক্যাচ পড়ল ডাঙ্কের
রাহুল শর্মার বলে আন্ডার এজ, কিন্তু ক্যাচ ধরতে পারলেন না নমন ওঝা। ৮ ওভার শেষে ৬৬-১
আউট ওয়াটসন
২১ বলে ৩০ রান করে আউট ওয়াটসন। চা পানের বিরতির ঠিক বাদে লেগে বল ঘোরাতে গিয়ে লিডিং এজ লাগল তাঁর। রাহুল শর্মার বলে ক্যাচ নিতে ভুল করেননি রায়না। অজিরা ৬০-১
৬ ওভার শেষে ৫৪-০
১০টি চার এখনও পর্যন্ত মেরেছেন অজিরা। একমাত্র সুযোগ এসেছিল রাহুল শর্মার বলে। ক্যাচ ছাড়েন রাজেশ পাওয়ার, জীবনদান পান ডুলান।
ভালো শুরু অজিদের
তিন ওভার শেষে ২৭-০। ১৭ রানে নট আউট ওয়াটসন, নয় রান করেছেন ডুলান।
স্টাম্প হতে হতে বাঁচলেন ওয়াটসন
প্রথম ওভারেই স্টাম্প হয়ে যাচ্ছিলেন ওয়াটসন। রাজেশ পাওয়ারের বলে নিমেষে বেল উড়িয়ে দিয়েছেন নমন ওঝা। তবে আউট হয়নি। মোক্ষম মুহূর্তে পা ঢুকিয়ে নিয়েছিলেন ওয়াটসন।
দুই দলের একাদশ
টসে জিতে বোলিং সচিনের
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। চারটি বদল এসেছে দলে। অন্যদিকে অজিরা একটি বদল এনেছেন।
টস হতে দেরি
বৃষ্টির জন্য টসে দেরি। ৭.৪৫-এ টস হওয়ার কথা।
আজও বৃষ্টি হবে কি
এর মধ্যে অনেকগুলি ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেছে। আজও রায়পুুরে বৃষ্টি হবে, এই আশঙ্কা থেকেই যায়। সকালে বৃষ্টি হচ্ছিল বলে জানা গিয়েছে।
শেষ চারে কারা-
গ্রুপ লিগের পর শেষ চারে এসেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
ফেভারিট ভারত
গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলে দুটি জিতেছিল ভারতীয় লেজেন্ডসরা। দুটি ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। অন্যদিকে অজিরা প্রথম তিনটি ম্যাচ জিতলেও শেষ ম্যাচে হারে। রায়পুরে বলাই ভালো ঘরের মাটিতে এগিয়ে ভারত। তবে কড়া লড়াই করবে অজিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।