1 মিনিটে পড়ুন Updated: 17 Jan 2023, 03:52 PM ISTAyan Das
Ranji Trophy: ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর প্রথমবার রঞ্জি ট্রফিতে নেমেই শতরান করলেন সরফরাজ খান। ১৩৫ বলে শতরান পূরণ করেন মুম্বইয়ের মিডল অর্ডারের স্তম্ভ। তারপর আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন। হয়ত ভারতীয় নির্বাচকদের বলতে চাইছিলেন, 'দেখেছ তো!'
দুর্দান্ত খেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ মেলেনি। তা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিতে পিছপা হননি। তবে শুধু মুখেই নয়, ব্যাটেও নির্বাচকদের জবাব দিলেন সরফরাজ খান। ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর প্রথমবার রঞ্জি ট্রফিতে নেমেই শতরান করলেন মুম্বইয়ের তারকা।
মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে যখন মাঠে নেমেছিলেন সরফরাজ, তখন যথেষ্ট চাপে ছিল মুম্বই। একটা সময় তো ১১০ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তবে অবিচল ছিলেন সরফরাজ। মিডল-লোয়ার অর্ডারের সঙ্গে জুটি বেঁধে মুম্বইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত ১৩৫ বলে শতরান পূরণ করেন মুম্বইয়ের মিডল অর্ডারের স্তম্ভ সরফরাজ।
সেই সেঞ্চুরির পর সরফরাজ একেবারে আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন। হেলমেট খুলে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন। ডাগ-আউটের দিকে আঙুল দিয়ে কিছু বলতে চাইছিলেন না। হয়ত ভারতীয় নির্বাচকদের বলতে চাইছিলেন, 'দেখেছ তো!' যে সরফরাজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ম্যাচে ৩,৪৮০ রান করেছেন। গড় ৮২.৮৬। ন'টি অর্ধশতরান ও ১৩ টি শতরান হাঁকিয়েছেন। সর্বোচ্চ অপরাজিত ৩০১ রান করেছেন।
রঞ্জিতে সরফরাজের পারফরম্যান্স
১) ২০১৯-২০২০ সালের রঞ্জি ট্রফি: ছয় ম্যাচে ৯২৮ রান করেছিলেন। গড় ছিল ১৫৪.৭। দুটি অর্ধশতরান করেছিলেন। হাঁকিয়েছিলেন তিনটি শতরান।
২) ২০২১-২০২২ সালের রঞ্জি ট্রফি: ছয় ম্যাচে ৯৮২ রান করেছিলেন। চারটি শতরান করেছিলেন সরফরাজ। সঙ্গে করেছিলেন দুটি অর্ধশতরান। গড় ছিল ১১২২.৮।
৩) ২০২২-২৩ সালের রঞ্জি ট্রফি: এবারের রঞ্জি ট্রফিতেও দারুণ ছন্দে আছেন সরফরাজ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পাঁচ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি। হায়দরাবাদের বিরুদ্ধে ১৬১ বলে অপরাজিত ১২৬ রান করেছিলেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২১ বলে ৭৫ রান করেছিলেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে ৪৫ বলে ২০ রান করেছিলেন।
আবার তামিলনাড়ুর বিরুদ্ধে ২২০ বলে ১৬২ রান করেছিলেন মুম্বইয়ের তারকা। দ্বিতীয় ইনিংসে ২০ বলে অপরাজিত ১৫ রান করেছিলেন। অসমের বিরুদ্ধে ৩২ বলে ২৮ রান করেছিলেন সরফরাজ। তারপর আজ আবার দিল্লির বিরুদ্ধে শতরান করেছেন মুম্বইয়ের তারকা। যিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত এবারের রঞ্জিতে ছয় ম্যাচে ৫৩১ রান করেছেন সরফরাজ (দিল্লির বিরুদ্ধে ১০০ রান করা পর্যন্ত)।
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।