ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মাঝেই দারুণ সুখবর পেলেন নিকোলাস পুরান। সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের স্থায়ী অধিনায়ক নির্বাচিত হলেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা উইকেটকিপার -ব্যাটসম্যান। কায়রন পোলার্ডের জুতোয় পাকাপাকিভাবে পা গলাচ্ছেন তিনি।
আইপিএল চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর মাঠে নামবেন না বলে জানিয়ে দেন তিনি। স্বাভাবিকভাবেই সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে পোলার্ডের বদলে নতুন নেতা খুঁজে নিতে হতো। সেই মতোই মঙ্গলবার ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে পুরানকে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের নতুন ক্যাপ্টেন নির্বাচিত করা হয়।
আরও পড়ুন:- Cooch Behar Trophy: এবার রাজ্যদলকে চ্যাম্পিয়ন করালেন যুব বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নিশান্ত
উল্লেখ্য, পোলার্ডের হাতে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব তুলে দেওয়া যাবৎ পুরানকেই তাঁর ডেপুটি নির্বাচিত করা হতো। সুতরাং, ভাইস ক্যাপ্টেন থেকে এবার স্থায়ী ক্যাপ্টেনে উন্নীত হলেন তিনি। পোলার্ডের অনুপস্থিতিতে আগেও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন পুরান।
আরও পড়ুন:- ICC POTM: ভারতীয়রা IPL-এ ব্যস্ত, প্লেয়ার অফ দ্য মনথের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত তারকা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।