সময়টা একদমই ভালো যাচ্ছে না নীরজ চোপড়ার। তাঁর সময় যখন ভালো যায় তখন তিনি কি করতে পারেন সেটা টোকিয়ো অলিম্পিক্সেই দেখতে পেয়েছে গোটা বিশ্ব। ধারাবাহিকভাবেই প্রতি প্রতিযোগিতায় নেমে পদক এনেছেন নীরজ। কিন্তু প্যারিস অলিম্পিক্সে চোট নিয়ে খেলেই কিছুটা পারফরমেন্সে ঘাটতি ছিল হরিয়ানার ছেলের। যদিও সেই চোটের জন্য পদক জিততে অসুবিধা হয়নি তাঁর। দেশকে এনে দিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রোতে রৌপ্য পদক। এবার সেই নীরজই নেমেছিলেন লসানে ডায়মন্ড লিগে। অতীতেও এই প্রতিযোগিতায় নেমেছিলেন নীরজ, কিন্তু এবারেও নিজের পারফরমেন্সে হতাশ তিনি।
আরও পড়ুন-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
একটুর জন্য এদিন প্রথম তিনের মধ্যে স্থান হাতছাড়া হয়ে যেতে পারত নীরজ চোপড়ার। আসলে তিনি যে কটা থ্রো নিয়েছিলেন সব কটাই ৮০-র ওপরে যাচ্ছিল কিন্তু একটাও প্রথম দুইয়ের মধ্যে থাকার মতো ছিল না। এরপর ইউক্রেনের আর্থাৎ ফেফনার এক সময় তৃতীয় স্থানে চলে এসেছিলেন। তখনই খেলা ঘোরান নীরজ। পঞ্চম থ্রোতে গিয়ে ৮৫.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। এরপরই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম তিনের মধ্যে থাকা প্রতিযোগিরা ষষ্ঠ থ্রো নিতে পারতেন, সেখানেই চমক দেখালেন তিনি।
আরও পড়ুন-বিশ্বক্রিকেটে বিরল ঘটনা! শ্রীলঙ্কায় ৬দিন ধরে চলবে টেস্ট ম্যাচ!খেলবে নিউজিল্যান্ড…
নিজের সিজন বেস্ট ৮৯.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে এদিন জুলিয়ান ওবারের থেকে দ্বিতীয় স্থান ছিনিয়ে নেন নীরজ। তবে লিগ প্রতিযোগিতা হওয়ায় এই দ্বিতীয় স্থান মানে জিতে যাওয়া নয়, কেবল পয়েন্ট পাওয়া। যা যোগ হতে থাকবে এবং শেষে পয়েন্টের নিরিখে চ্যাম্পিয়ন হবে। এই নিয়ে শেষ তিন সপ্তাহে টানা তৃতীয়বার নিজের সিজন বেস্ট থ্রো নিলেন নীরজ। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া অবশ্য বলছেন অন্য এক প্রতিযোগির ভোকাল টনিকই তাঁর পারফরমেন্স উন্নতি করেছে। নীরজের কথায়, ‘আমি প্রথম থ্রোতে ভেবেছিলাম এটা করব,ওটা করব কিন্তু শেষ থ্রোতে আর ওসব ভাবিনি। আমায় জুলিয়েন য়েগো বলেছিল এর থেকে ভালো থ্রো করবে তুমি, এরপর আমি কিছুটা রিল্যাক্স হই। পিটার যখন ৯০ মিটার দূরত্বে ছুঁড়ল তখন আমার শরীর দিচ্ছিল না। কিন্তু লড়াইয়ের মাসিকতা ঠিক ছিল। তাই শেষ থ্রোয়ের সময় আমি বেশি কিছু ভাবিনি, শুধুই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি'।
আরও পড়ুন-শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের…
এদিন দ্বিতীয় স্থানে শেষ করার পর, বর্তমানে প্রতিযোগিতায় তিন নম্বরে রয়েছেন নীরজ চোপড়া। এদিন তিনি সাত পয়েন্ট পান। ১৫ পয়েন্ট নিয়ে ওয়েবারের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ভারতের এই তারকা বলছেন, 'আমি দিনের শুরুতে ভাবিনি খুব একটা দূরে থ্রো করতে পারব, কিন্তু দিনের শেষে ভালোই থ্রো করি। আমি হয়ত এই মরশুমে আর একটা দুটো প্রতিযোগিতায় অংশ নেব। পরের বছরের জন্য আমার টার্গেট থাকবে চিকিৎসককে দেখিয়ে পুরো ফিট হওয়া। চোটের জায়গা পুরোপুরি ঠিক করে নেওয়া। আমি টেকনিকালি ফিট থাকলে আমার পারফরমেন্সও ভালো হবে। ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।