ইনস্টাগ্রামে একেবারেই সক্রিয় হন। দেড় বছরেরও বেশি সময় কোনও পোস্ট করেননি। তবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জিতে সাড়া দিয়ে ইনস্টাগ্রামের ‘প্রোফাইল পিকচার’ পালটালেন মহেন্দ্র সিং ধোনি। লিখলেন, ‘(আমি) ভাগ্যবান যে আমি একজন ভারতীয়।’
এমনিতে ইনস্টাগ্রাম বা কোনও ধরণের সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় থাকেন না ধোনি। গত বছরের ৮ জানুয়ারি ইনস্টায় শেষ পোস্ট করেছিলেন। তারপর থেকে ইনস্টাগ্রামে কোনও পোস্ট করেননি। ঋষভ পন্তের সৌজন্যে গত মাসে একবার ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন। তবে স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রীর আর্জিতে সাড়া দিতে ভুললেন না। শুক্রবার রাতের দিকে ইনস্টাগ্রামে ধোনির নয়া ‘প্রোফাইল পিকচার’ দেখা যায়। ‘প্রোফাইল পিকচার’-এ তেরঙা আছে। নিচে সংস্কৃত, ইংরেজি এবং হিন্দিতে লেখা আছে, ‘ভাগ্যবান যে আমি একজন ভারতীয়।’
ধোনির যে বরাবরই ভারতীয় সেনার প্রতি প্রবল আকর্ষণ আছে, তা কখনও গোপন করেনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ২০১১ সালে ধোনিকে টেরিটোরিয়াল আর্মিতে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়। ২০১৯ সালে কাশ্মীরে ১৫ দিনের প্যাট্রলিংও করেছিলেন ধোনি। ‘ভিক্টর ফোর্স’-এর অংশ হিসেবে টহল দিয়েছিলেন। শুধু তাই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত প্যারাট্রুপারও তিনি। ২০১৫ সালে প্রশিক্ষণের সময় ভারতীয় সেনার বিমান থেকে প্যারাশুট জাম্পও দিয়েছিলেন। শুধু তাই নয়, খেলার সময়ও ধোনির গ্লাভসে ‘বলিদান’ ব্যাজ থাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও গ্রহণ করেছিলেন ১৫ অগস্ট।
ধোনির সেই লাইভ
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছিলেন পন্তরা। টি-টোয়েন্টি সিরিজের আগে ইনস্টাগ্রামে লাইভ সেশন করেন পন্ত, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। সমর্থকদের আর্জি মতো সেই ইনস্টাগ্রাম লাইভ সেশনের শেষের দিকে পন্ত দেখছিলেন যে কাকে কাকে যুক্ত করা যায়। সবাইকে চমকে দিয়ে ধোনিকে লাইভ চ্যাটে যোগ করে নিয়েছিলেন পন্ত। রোহিত বলতে থাকেন, ‘এটা করিস না।’ তারইমধ্যে পন্তের 'রিকোয়েস্ট' গ্রহণ করে নিয়েছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। সেই 'রিকোয়েস্ট' গ্রহণের পর সাক্ষী কথা বলতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, 'হাই, আমরা সবাই ক্যামেরা থেকে মুখ লুকোচ্ছি।'
আরও পড়ুন: MS Dhoni retires: শুধু হেলিকপ্টার শটে নয়, পিস্তল হাতেও ‘মাহির’ ধোনি, প্রমাণ দিল কলকাতা পুলিশ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।