রবিবার লিগস কাপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি এবং ডালাস এফসি। এই ম্যাচে মিয়ামির জার্সি পরে ৫ নম্বর ম্যাচ খেলতে নামেন আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। এই ম্যাচেও জোড়া গোল করেন তিনি। আর এই গোল গুলি এক তরফা পরিস্থিতিতে নয়। মিয়ামিকে দমবন্ধ অবস্থা থেকে বার করে নিয়ে আসে মেসির গোল। নিজের নতুন দলের হয়ে চার ম্যাচে সাতটি গোল করে ফেলেছেন এলএম টেন।
লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে মিয়ামির জার্সিতে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ স্মরণীয় হয়ে থাকল। মাঠে নেমেই ছয় মিনিটের মাথায় গোল করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে এরপরেই তেড়ে-ফুরে ওঠে বিপক্ষ ডালাস। ৩৭ মিনিটে প্রথম গোলও তার কিছু পরে ৪৫ মিনিটে জোড়া গোল করে ডালাস এফসি। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। পরবর্তী ৪৫ মিনিটের খেলায় ম্যাচের ৬৩ মিনিটের মাথায় আবার একটি গোল করে ডালাস। তখন প্রত্যেককেই ভাবতে থাকে ম্যাচ ছাড়তে চলেছে মিয়ামি। কিন্তু খেলা তখনও বাকি।
এরপরই পরিস্থিতি বদল হতে শুরু করে। ৬৫ মিনিটে গোল করেন ১৮ বছরের বেঞ্জামিন। ব্যবধান কমিয়ে ফল হয় ৩-২। এক গোলে পিছিয়ে থাকার সময় ফের একটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মেসির ইন্টার মিয়ামি। রবার্ট টেলর নিজের গোলেই বল জড়িয়ে ফেলেন। স্কোর হয় ৪-২। ম্যাচে এত ভুল স্বাভাবিক ভাবেই একটি ম্যাচ হারের জন্য যথেষ্ট।
ম্যাচ হাতের বাইরে চলে যেতে থাকে। কিন্তু তখনই ম্যাচের মোড় ঘুরতে থাকে। ৮০ মিনিটের মাথায় একই ভুল করে বসে বিপক্ষ দল। মার্কোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-৩। এরপর সেই অন্তিম মুহূর্ত খেলার ৮৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন মেসি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটেই ডালাসের জালে বল জড়িয়ে দেন মেসি। পরের ৪টি শটেও গোল পেয়ে যায় মিয়ামি। পেনাল্টিতে ৫-৩ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে তারা।
মেসি ম্যাজিকে মুগ্ধ সবাই। এমনকি বিপক্ষ দলের মালিকও মেসির খেলায় মুগ্ধ হয়ে রয়েছেন। ম্যাচ এরপর ডালাস দলের সমর্থকরাও মেসির প্রশংসা করতে থাকেন। ফ্রি কিক থেকে করা মেসির শেষ গোলে বল জালে জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ম্যাচ শেষের পর মেসি বলেন, 'এইরকম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ জিততে পেরে দারুন লাগছে, আমরা এই ভাবেই সব ম্যাচ জিততে চাইবো।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।