
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শেষ তিন ম্যাচে জয় নেই এসসি ইস্টবেঙ্গলের। ১১ দলের টুর্নামেন্টে তারা লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছে। এই অবস্থায় এফসি গোয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের শুরুতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার সুযোগ ছিল এসসি ইস্টবেঙ্গলের সামনে। যদিও সেই সুযোগ তারা হাতছাড়া করে।
ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয় লাল-হলুদ শিবির।
ম্যাচের ১৯ সেকেন্ডের মাথায় রেফারির লাল-হলুদ ব্রিগেডকে পেনাল্টি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা নারায়ন দাসকে বক্সের ঠিক ভিতরে আটকানো হয়েছিল কিনা, তা নিয়ে সংশয় দেখা দেওয়া স্বাভাবিক।
যদিও পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের দ্বিতীয় মিনিটে স্পট কিক থেকে বল পোস্টের বাইরে মেরে বসেন অ্যান্থনি পিলকিংটন। গোয়া গোলরক্ষক ধীরাজ সিং ডান দিকে ঝাঁপালেও পিলকিংটন বল মারেন তাঁর বাঁ-দিকে। তবে একটু বেশিই বাইরে মেরে বসেন তিনি। বল মাঠের বাইরে চলে যায়। সে যাত্রায় বিপদ থেকে রক্ষা পায় গোয়া। ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের। বদলে ম্যাচের প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়তে হয় তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports