বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ওপেনার হিসেবে 2023 IPL-এ সবচেয়ে খারাপ গড় রোহিতের, লজ্জায় মুখ পুড়ল MI অধিনায়কের
পরবর্তী খবর
ওপেনার হিসেবে 2023 IPL-এ সবচেয়ে খারাপ গড় রোহিতের, লজ্জায় মুখ পুড়ল MI অধিনায়কের
2 মিনিটে পড়ুন Updated: 30 May 2023, 10:22 PM ISTTania Roy
২০২৩ আইপিএলে রোহিত শর্মা একজন ওপেনার হিসেবে সবচেয়ে খারাপ ব্যাটিং গড় করেছেন। তবে এই পরিসংখ্যানটা করা হয়েছে অন্ততপক্ষে ৩০০ রান করেছেন যাঁরা, সেই সব ব্যাটারদের মধ্যে।
রোহিত শর্মা।
২৬ মে আমদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (জিটি) কাছে ৬২ রানে বাজে ভাবে হেরে বসে থাকে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। যার ফলে আইপিএলের কোয়ালিফায়ার-টু থেকেই বিদায় নিতে হয়েছে রোহিত শর্মার টিমকে।
কোয়ালিফায়ার-টু-তে আশা করা হয়েছিল, মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ভালো পারফরম্যান্স করে দলকে জেতাবেন। কিন্তু তিনি নিরাশ করেন। সাত বলে মাত্র আট রান করে সাজঘরে ফিরে যান। তবে শুধু কোয়ালিফায়ার টু-তে নয়, ২০২৩ গোটা আইপিএল জুড়েই রোহিত খুব হতাশাজনক পারফরম্যান্স করেছেন।
২০২৩ আইপিএলে রোহিত শর্মা একজন ওপেনার হিসেবে সবচেয়ে খারাপ ব্যাটিং গড় করেছেন। তবে এই পরিসংখ্যানটা করা হয়েছে অন্ততপক্ষে ৩০০ রান করেছেন যাঁরা, সেই সব ব্যাটারদের মধ্যে।
রোহিত শর্মা ১৬ ম্যাচ খেলে ৩৩২ রান করেছেন। গড় ২০.৭৫। স্ট্রাইকরেট ১৩৪.৪। ১৬টি ম্যাচ খেলে মাত্র দু'টি হাফসেঞ্চুরি করেছেন। এর পরেই রয়েছেন ঋদ্ধিমান সাহা। ১৭ ম্যাচে তিনি ৩৭১ রান করেছেন। গড় রোহিতের চেয়ে ভালো। তাঁর গড় ২৩.১৯। তাঁর স্ট্রাইকরেট অবশ্য কম- ১২৯.৩। প্রভসিমরন সিং আবার ১৪ ম্যাচে ৩৫৮ রান করেছেন। তাঁর গড় ২৫.৫৭। স্ট্রাইকরেট ১৫০.৪। গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী জস বাটলার এ বার ১৩ ম্যাচে মাত্র ৩৭৩ রান করেছেন। তাঁর গড় ২৮.৬৯। স্ট্রাইকরেট ১৩৭.৬। কাইল মেয়ার্স আবার ১৩ ম্যাচে ৩৭৯ রান করেছেন। গড় ২৯.১৫। তাঁর স্ট্রাইকরেট ১৪৪.১। রোহিতের গড়ই এ বার ওপেনারদের মধ্যে সবচেয়ে কম। স্বাভাবিক ভাবেই লজ্জার নজির গড়েছেন রোহিত।
পাশাপাশি অভিষেকের পর থেকে রোহিত ২০২৩ আইপিএল মরশুমে যৌথ ভাবে তৃতীয় সর্বনিম্ন স্কোরের রেকর্ড করেছেন। উল্লেখযোগ্য ভাবে রোহিতের সবচেয়ে খারাপ মরশুম ছিল ২০২২-এ। তিনি ২০২২সালে মাত্র ২৬৮ রান করেছিলেন। এবং ২০১৮ সালে ২৮৬ রান করেছিলেন। এটি ছাড়াও তিনি ২০২০ সালে ১২টি ম্যাচ খেলে ৩৩২ রান করেছিলেন। এই বছরও ৩৩২ রান করেছেন রোহিত।
২০২৩ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার আরও একটি অপ্রীতিকর নজিরের তালিকায় তার নাম নথিভুক্ত করেছেন। রোহিত তিনি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক ডাক করার লজ্জার নজির গড়েছেন। ২০২৩ আইপিএলে দু'বার ডাক করে তিনি সাজঘরে ফেরেন। তিনি মোট ১৬ বার ডাক করে সাজঘরে ফিরেছেন। ডাকের তালিকায় দুইয়ে নাম লিখিয়েছেন রোহিত। মুম্বই অধিনায়কের আগে রয়েছেন একমাত্র দীনেশ কার্তিক। তিনি ১৭টি ডাক করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।