3 মিনিটে পড়ুন Updated: 16 Apr 2023, 11:40 AM ISTTania Roy
শনিবার ডাবল হেডারের ম্যাচের পর বদলে গেল আইপিএলের পরিসংখ্যানগুলো। পয়েন্ট টেবল যেমন বদলাল, তেমনই পাল্টে গেল বেগুনি এবং কমলা টুপির তালিকাও। কোহলি, ফ্যাফ ফের অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিলেন। এ দিকে বেগুনি টুপির শীর্ষস্থান আবার দখল করলেন মার্ক উড। দুইয়ে নেমে গেলেন যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফের লিগ শীর্ষে আরসিবি।
শনিবার ছিল আইপিএলের ২টি ম্যাচ। প্রথম ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যেষ সেই ম্যাচ জেতে আরসিবি। দ্বিতীয় ম্যাচটি ছিল লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংসের মধ্যে। জয় পায় পঞ্জাব। এই দুই ম্যাচের পর প্রচুর অদলবদল হয়েছে পয়েন্ট টেবলে। বদলেছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকা।
১) শিখর ধাওয়ান- ৪ ম্যাচ খেলে মোট ২৩৩ রান করে ফেলেছেন শিখর ধাওয়ান। সেই সঙ্গে কমলা টুপির লড়াইয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন তিনি। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৯৯। গড় ১১৬.৫০। আর স্ট্রাইকরেট ১৪৬.৫৪।
২) ডেভিড ওয়ার্নার- ফের পাঁচ নম্বর ম্যাচেও হারল দিল্লি ক্যাপিটালস। তবে দিল্লি হেরে চললেও, ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানের দখলই রাখল। তাঁর মোট রান এখন ২২৮। সর্বোচ্চ ৬৫। গড় ৪৫.৬০। স্ট্রাইকরেট ১১৬.৯২।
৩) বিরাট কোহলি- দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ রান করে কোহলি উঠে এলেন তিনে। চার ম্যাচে তাঁর মোট রান ২১৪। অপরাজিত ৮২ সর্বোচ্চ স্কোর। গড় ৭১.৩৩। স্ট্রাইকরেট ১৪৭.৫৮।
৪) জস বাটলার- চার ম্যাচে মোট ২০৪ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনে রয়েছেন বাটলার। সর্বোচ্চ ৭৯ রান। গড় ৫১.০০। স্ট্রাইকরেট ১৭০.০০।
৫) ফ্যাফ ডু'প্লেসি- ফ্যাফ আবার দিল্লির বিরুদ্ধে ২৬ রান করে কমলা টুপির তালিকায় পাঁচে উঠে এলেন। চার ম্যাচে তাঁর মোট স্কোর ১৯৭ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান। স্ট্রাইকরেট ১৬৮.৩৭।
৬) রুতুরাজ গায়কোয়াড়- ৪ ম্যাচে মোট ১৯৭ রান করে ফেলেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি রয়েছেন কমলা টুপির লড়াইয়ে রয়েছেন চারে। সর্বোচ্চ ৯২। গড় ৬৫.৬৭। স্ট্রাইকরেট ১৫৫.১১।
৭) শুভমন গিল- ৪ ম্যাচে মোট ১৮৩ রান করে পাঁচে রয়েছেন শুভমন গিল। তাঁর সর্বোচ্চ রান ৬৭। গড় ৪৫.৭৫। স্ট্রাইকরেট ১৪১.৮৬।
১) মার্ক উড- পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে ফের পার্পল ক্যাপের তালিকায় এক নম্বর জায়গা দখল করেছেন মার্ক উড। এই মুহূর্তে ৪ ম্যাচ খেলে তাঁর মোট উইকেট সংখ্যা ১১। ইকোনমি রেট ৮.১২। সেরা পারফরম্যান্স ১৪/৫।
২) যুজবেন্দ্র চাহাল- চার ম্যাচে ১০টি উইকেট নিয়ে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। তবে মার্ক উড শীর্ষ স্থান দখল করায়, যুজি ফের পার্পল ক্যাপের তালিকার দুইয়ে নেমে এলেন। তাঁর ইকোনমি রেট ৭.৫৬। সেরা পারফরম্যান্স ১৭/৪।
৩) রশিদ খান- রশিদ খান পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে রয়েছেন। চার ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৯। রশিদের ইকোমি রেট ৭.৫০। সেরা পারফরম্যান্স ৩১/৩।
৪) রবি বিষ্ণোই- পঞ্জাবের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে ফের প্রথম পাঁচে ঢুকে পড়লেন রবি বিষ্ণোই। ৫ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ৮। ইকোনমি রেট ৭.১৩। সেরা পারফরম্যান্স ২৮/৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।