LSG vs SRH Probable XI: হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম দলে ফিরছেন। এ দিকে লখনউয়ের কুইন্টন ডি'কক ফিরতে পারেন দলে। সে ক্ষেত্রে রাহুলের সঙ্গে তিনি ওপেন করতে পারেন। তা হলে মেয়ার্স কোন পজিশনে খেলবেন?
কী হবে লখনউ এবং হায়দরাবাদের একাদশ?
আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে অবশ্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছে। শুক্রবার তৃতীয় ম্যাচ ফের ঘরের মাঠে। তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত একটিই ম্যাচ খেলে হারতে হয়েছে সানরাইজার্সকে। এই ম্যাচ জয়ে ফিরতে মরিয়া থাকবে হায়দরাবাদের দল। উল্টোদিকে লখনউ-ও নিজেদের ঘরের মাঠে জয়ে ফিরতে মুখিয়ে থাকবে।
এ দিকে হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম না থাকার কারণে নিজেদের প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তাঁর নেতৃত্বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য অধিনায়ক বদল হচ্ছে। কারণ দলের সঙ্গে যোগ দিয়েছেন এডেন মার্করাম। গত মরশুমে প্লে অফের দরজা পর্যন্ত পৌঁছতে পারেনি। নতুন নেতার অধীনে সাত বছর আগের ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে হায়দরাবাদ? এ দিনের ম্যাচে মার্করাম ও ক্লাসেন হেনরিক ফেরায় বাদ পড়তে পারেন গ্লেন ফিলিপস এবং ফজলহক ফারুকি। ফারুকি উইকেট পেলেও ৪ ওভারে ৪১ রান দিয়েছিলেন। ব্য়াট হাতে ছন্দে নেই ফিলিপস।
লখনউ সুপার জায়ান্টসকে প্রথম সংস্করণেই প্লে অফে তোলার পিছনে বড় ভূমিকা ছিল কুইন্টন ডি’ককের। এ বার অবশ্য প্রতিযোগিতার শুরু থেকে তাঁকে পাওয়া যায়নি। দু'টি ম্যাচ খেলতে পারেননি ডি'কক। তবে হায়দরাবাদের বিরুদ্ধে সম্ভবত দলে ফিরবেন তিনি। আর তিনি দলে ফিরলে লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করবেন। সে ক্ষেত্রে দুরন্ত ছন্দে থাকা কাইল মেয়ার্সের কী হবে? হয়তো ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামানো হতে পারে মেয়ার্সকে। ১২৬ রান করে কমলা টুপির দৌড়ে থাকা মেয়ার্সকে মোটেও লখনউ একাদশের বাইরে রাখার সাহস দেখাবে বলে মনে হয় না। বোলিং বিভাগে লখনউয়ের বড় ভরসা হতে পারেন মার্ক উড এবং রবি বিষ্ণোই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।