আইপিএল ২০২০ এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে স্পিনারদের দাপটে বেশ কয়েকটা লো স্কোরিং ম্যাচের সাক্ষী থেকেছে টুর্নামেন্ট। চার-ছক্কার ফুলঝুরি চোখে পড়ছে না বলে আক্ষেপ ছিল ক্রিকেটপ্রেমীদের। যে আক্ষেপটা সুদে-আসলে মিটিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস, সঞ্জু স্যামসনরা। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস উপহার দিল মনোরঞ্জক একটা টি-২০ ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হল, স্কোরবোর্ডে বড় রান তুলেও ম্যাচ হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে।
প্রথমে ব্যাট করে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে। হার্দিক পান্ডিয়া ২১ বলে ৬০ রানের আতশীয় ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৭টি ছক্কা মারেন।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৮.২ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯৬ রান তুলে নেয়। স্টোকস ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন। স্যামসন অপরাজিত থাকেন ৩১ বলে ৫৪ রান করে। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।