আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-র গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক কায়রন পোলার্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য রোহিত শর্মা এই ম্যাচেও মাঠে নামেননি। এই নিয়ে দু'টি ম্যাচ বিশ্রামে থাকলেন হিটম্যান। রোহিতের বদলে মুম্বই ইন্ডিয়ান্স গত ম্যাচে দলে নিয়েছিল সৌরভ তিওয়ারিকে। রাজস্থান ম্যাচেও মুম্বই তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করে। ন্যাথন কুল্টার-নাইলকে বসিয়ে তারা দলে নেয় জেমন প্যাটিনসনকে।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
রাজস্থান রয়্যালস অবশ্য অপরিবর্তিত দল নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।