MI vs DC: পরপর ২ বছর মুম্বইয়ের IPL জয়ের কারণ কী? ফাঁস করলেন বুমরাহ
6 মিনিটে পড়ুন Updated: 11 Nov 2020, 12:40 AM ISTআইপিএলের সফলতম দল হিসেবে নিজের জায়গা আরও মজবুত করল মুম্বই ইন্ডিয়ান্স।

টুর্নামেন্টের মাঝপতেই মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া কোনও দল সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। ফর্মের ওঠানামা হচ্ছে। ক্যাপ্টেন কুল যে কতটা ভেবেচিন্তে বলেছিলে, তা প্রমাণিত হল মঙ্গলবার। দাপটের সঙ্গে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল জিতল মুম্বই।
এবারের আইপিএলে কে কী পুরস্কার পেলেন? — দেখে নিন তালিকা
বেগুনি টুপির দৌড়ে রাবাদার কাছে হার মানলেন বুমরাহ, অরেঞ্জ ক্যাপ রাহুলের – আরও পড়ুন
মাইলস্টোন ম্যাচে ত্রি-মুকুট রোহিত শর্মার — জানেন কী কী? জেনে নিন এখানে
জোড়-বিজোড়ের সংস্কার কেটে গেল, দিল্লিকে হারিয়ে পঞ্চম আইপিএল খেতাব মুম্বইয়ের – আরও পড়ুন
জসপ্রীত বুমরাহ : অন্যান্য দলের থেকে ঢের আগে আমরা প্রস্তুতি শুরু করেছিলাম। একইসঙ্গে বিজোড় বছরে জেতার সংস্কার ভাঙারও লক্ষ্য ছিল না।
10 Nov 2020, 10:57 PM ISTএখনও পর্যন্ত ছ'বার আইপিএলের ফাইনালে খেলেছেন রোহিত শর্মা। জিতেছেন ছ'বার। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেই পাঁচবার জিতেছেন।
দিল্লির বিরুদ্ধে এবার চারবার খেলে চারবারই জিতল মুম্বই ইন্ডিয়ান্স। গ্রুপ লিগ, কোয়ালিফায়ারের পর ফাইনালে দিল্লিকে উড়িয়ে দিলেন কায়রন পোলার্ডরা।
10 Nov 2020, 10:52 PM ISTটুর্নামেন্টের মাঝপতেই মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া কোনও দল সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। ফর্মের ওঠানামা হচ্ছে। ক্যাপ্টেন কুল যে কতটা ভেবেচিন্তে বলেছিলে, তা প্রমাণিত হল মঙ্গলবার। দাপটের সঙ্গে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল জিতল মুম্বই। এবার চার ম্যাচে চারবার দিল্লিকে হারাল তারা। আট বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতল মুম্বই।
কাগিসো রাবাডার বলে আউট হলেন কায়রন পোলার্ড। চার বলে ৯ রান করলেন তিনি। বড় শট মারতে গিয়ে ব্যাটের নীচের কাণায় লেগে বল উইকেটে লাগল। ১৭.১ ওভারে মুম্বইয়ের স্কোর চার উইকেটে ১৪৭ রান। বড্ড দেরি হয়ে গেল দিল্লির!
10 Nov 2020, 10:41 PM ISTদিল্লির বোলিংয়ের সময় এটাই সম্ভবত সবথেকে ভালো মুহূর্ত। দুর্ধর্ষ ক্যাচ নিলেন সুপার সাব ললিত যাদব। আউট হলেন রোহিত শর্মা। করলেন ৫১ বলে ৬৮ রান।
১৫ ওভারে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১২৬ রান। ৪৬ বলে ৬৬ রানে অপরাজিত রোহিত শর্মা। ১২ বলে ১৭ রান করেছেন ইশান কিষান। ৩০ বলে ৩১ রান চাই মুম্বইয়ের।
10 Nov 2020, 10:32 PM ISTআইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অর্ধশতরান করেছেন ঋষভ পন্থ। তাঁর বয়স ২৩ বছর ২৭ দিন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০১৪ সালের আইপিএলে মনন ভোহরা ৬৭ রান করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২০ বছর ৩১৮ দিন।
অবশেষে দ্বিতীয় পড়ল মুম্বইয়ের। রান আউট হলেন সূর্যকুমার যাদব। অশ্বিনের বলে ব্যাকফুটে একরান নিতে গিয়েছিলেন। সূর্যকে রান দিতে চেঁচান রোহিত। কিন্তু সূর্য রান নিতে চাননি। শেষপর্যন্ত অধিনায়কের জন্য নিজেকে আউট করলেন। ১০.৫ ওভারে ২ উইকেটে ৯০ রান। ২০ বলে ১৯ রান করেন।
10 Nov 2020, 09:50 PM ISTব্যাট হাতে সফল হননি। তবে বল হাতে প্রথম বলেই কামাল করলেন মার্কাস স্টইনিস। ঋষভ পন্থের হাতে জমা পড়লেন কুইন্টন ডি'কক। ১২ বলে করলেন ২০ রান। দিল্লির স্কোর ৪.১ ওভারে এক উইকেটে ৪৫ রান।
রান তাড়া শুরু করলেন কুইন্টন ডি'কক এবং রোহিত শর্মা। প্রথম ওভারে উঠল আট রান। রবিচন্দ্রন অশ্বিনের তৃতীয় বলে ছক্কা মারেন প্রোটিয়া ব্যাটসম্যান।
10 Nov 2020, 09:16 PM IST২০ ওভারে সাত উইকেটে ১৫৬ রান তুলল দিল্লি। ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেন শ্রেয়স আইয়ার। শেষ পাঁচ ওভারে উঠল মাত্র ৩৮ রান।
পার্পল ক্যাপ অধরা থেকে গেল বুমরাহ। দুর্দান্ত বল করলেও ফাইনালে কোনও উইকেট পেলেন না। তার ফলে এবার আইপিএলে তিনি ২৭ উইকেট পেলেন। ইতিমধ্যে রাবাডার উইকেট সংখ্যা ২৯। ফাইনালে চার ওভারে ২৮ রান দিলেন বুমরাহ। তবে রাবাডা এক মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন। আপাতত ডোয়েন ব্র্যাভার (৩২) দখলে যে রেকর্ড আছে।
10 Nov 2020, 09:07 PM ISTIPL-এর ইতিহাসে সর্বকালীন রেকর্ড বোল্টের। কী রেকর্ড করলেন বোল্ট, জানতে এখানে ক্লিক করুন
এবার ডেথ ওভারে এসেই উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। মন্থর বল তুলে দিতে চাইলেন শিমরন হেটমায়ার। কিন্তু নাথান কুল্টার-নাইলের হাতে জমা পড়লেন। পাঁচ বলে পাঁচ রান করলেন। ১৭.২ ওভারে দিল্লির স্কোর পাঁচ উইকেটে ১৩৬ রান।
10 Nov 2020, 08:57 PM ISTদরকারের সময় দলকে অধিনায়কের মতো সামনে থেকে নেতৃত্ব দিলেন শ্রেয়স আইয়ার। পূরণ করলেন ৫০ রান।
অর্ধশতরান পূরণের পর দ্বিতীয় বলের মাথাতেই আউট হয়ে গেলে ঋষভ পন্থ। এমন কিছু ভালো বল করেননি নাথান কুল্টার-নাইল। শর্ট বল পুল করতে গেলেন পন্থ। কিন্তু ব্যাটের উপরের দিকে লাগল। তা ফাইন লেগে হার্দিক পান্ডিয়ার হাতে জমা পড়ল। গুরুত্বপূর্ণ সময় পন্থকে আউট করল মুম্বই। সেট হয়ে গিয়েছিলেন। তিনি থাকলে ১৭০-১৮০ রানের লক্ষ্যে ভালোভাবে থাকত দিল্লি। ৩৮ বলে পন্থ করলেন ৫৬ রান। দিল্লির স্কোর চার উইকেটে ১১৮ রান।
10 Nov 2020, 08:46 PM IST৫০ ইনিংসে প্রথম ৫০ করলেন ঋষভ পন্থ। এবারও ফর্মে ছিলেন না। আর একেবারে নিখুঁত সময় ফর্মে ফিরলেন। দলকে শুধু বিপদের মুখ থেকে বের করলেন না, দিল্লিকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেনয ৩৫ বলে করলেন ৫০।
১৩ ওভারে দিল্লির স্কোর তিন উইকেটে। পন্থ অপরাজিত ৩০ বলে ৪২ রানে। শ্রেয়স করেছেন ৩০ বলে ৩৯ রান।
10 Nov 2020, 08:21 PM ISTএতদিন ছিটেফোঁটা ছিলেন না। আর ফাইনালে দেখে মনে হচ্ছে, ছন্দে আছেন ঋষভ পন্থ। ক্রুণাল পান্ডিয়ার ওভারে জোড়া ছক্কা মারলেন। দশম ওভারে উঠল ১৬ রান। দিল্লির স্কোর তিন উইকেটে ৭৫ রান।
তিন উইকেট পড়ার পর পালটা আক্রমণে হাঁটলেন শ্রেয়স আইয়ার। ৬ ওভারে দিল্লির স্কোর তিন উইকেটে ৪১ রান। শ্রেয়স করেছেন ১৩ বলে ১৯ রন। ঋষভ পন্থের অবদান পাঁচ বলে পাঁচ রান।
10 Nov 2020, 08:02 PM ISTদুরন্ত টাইমিং করলেন শ্রেয়স আইয়ার। পয়েন্টে তার থেকেও দুরন্ত চেষ্টা। ক্যাচ হাতে আটকাল না ইশান কিষানের। কবজিতে লাগল। কিছুক্ষণের জন্য মাঠ ছাড়লেন। মাঠে এলেন অনুকূল রায়। ৫.৩ ওভারে দিল্লির স্কোর এক উইকেটে ৩৬ রান।
চতুর্থ ওভারের মধ্যেই আউট হলেন দিল্লির তিন ব্যাটসম্যান। জয়ন্ত যাদবের বলে বোল্ড হলেন শিখর ধাওয়ান। ফাইনালের জন্যই তাঁকে দলে আনা হয়েছে। আর প্রথম ওভারেই অধিনায়কের ভরসার দাম দিলেন। আর্ম বলে স্লগ-সুইপ মারতে গিয়ে গতি বুঝতে পারলেন না শিখর। তিনি করলেন ১৩ বলে ১৫ রান।
10 Nov 2020, 07:45 PM ISTআবারও লেগ-সাইডের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন অজিঙ্কা রাহানে। অনেকটা অফস্টাম্পের দিকে চলে গিয়েছিলেন। তা খেলতে গিয়ে ব্যাটে লেগে উইকেটের পিছনে কুইন্টন ডি'ককের হাতে জমা পড়লেন। দিল্লির স্কোর ২.৪ ওভারে ২ উইকেটে ১৬ রান। আবার রাহানেকে আউট করলেন বোল্ট।
দুরন্ত শুরু করেছিলেন বোল্ট। জসপ্রীত বুমরাহ যেন জানান দিতে চাইলেন, তিনিও খেলছেন। উইকেট পেলেন না। কিন্তু শিখর ধাওয়ানকে ইয়র্কার এবং বাউন্সার দিয়ে ছেলেখেলা করলেন। ২ ওভারে দিল্লির স্কোর এক উইকেটে ১১ রান।
10 Nov 2020, 07:36 PM ISTপ্রথম ওভারে দিল্লির স্কোর এক উইকেটে পাঁচ রান। এক বলে এক রান করেছেন অজিঙ্কা রাহানে। শিখর ধাওয়ান করেছেন চার বলে চার রান। সৌজন্যে স্কোয়ার লেগ দিয়ে একটি বাউন্ডারি।
ব্যাট হাতে নামলেন শিখর ধাওয়ান ও মার্কাস স্টইনিস। বল হাতে ট্রেন্চ বোল্ট।
10 Nov 2020, 07:30 PM ISTধুন্ধুমার আইপিএল ফাইনাল, টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন খেতাবি লড়াই? কোথায় পাবেন লাইভ আপডেট? --- দেখে নিন
আইপিএল ফাইনালে টস জিতলেন শ্রেয়স, চাহারকে ছাড়াই মাঠে নামছে মুম্বই – আরও পড়ুন
10 Nov 2020, 07:13 PM ISTপ্রথম কোয়ালিফায়ার হয়েছিল এই মাঠেই। আজ আবার ফাইনাল হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
পঞ্চমবার জিতবে মুম্বই নাকি প্রথম চ্যাম্পিয়ন হবে দিল্লি? আর কিছুক্ষণের মধ্যেই মিলবে সেই উত্তর।
চোটের ভ্রুকূটি কাটিয়ে দলে ফিরলেন ট্রেন্ট বোল্ট। রাহুল চাহারের পরিবর্তে দলে এলেন জয়ন্ত যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : রোহিত শর্মা, কুইন্টন ডি'কক, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, নাথান কুল্টার নাইল, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট এবং জসপ্রীত বুমরাহ।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে দল নামিয়েছিল, তা অপরিবর্তিত রাখল দিল্লি। প্রথম একাদশ : শিখর ধাওযান, মার্কাস স্টইনিস, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, প্রবীণ দুবে, কাগিসো রাবাডা এবং এনরিখ নর্টজে।
10 Nov 2020, 07:02 PM ISTদুবাইয়ের টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। দুটি কারণে সম্ভবত সেই সিদ্ধান্ত। গত ম্যাচে প্রথমে ব্যাটিং করে সফল হয়েছিলেন শ্রেয়স আইয়াররা। আর ফাইনালে বড় রানের বোঝা মাথায় চাপিয়ে খেলতে চান না তাঁরা।
৳7,777 IPL 2025 Sports Bonus