ভারতীয় ফুটবল দল থেকে ম্যানোলো মার্কুয়েজের বিদায় নিশ্চিত হওয়ার পরই প্রায় ১৭০ জন প্রার্থী এই পদের জন্য আবেদন করলেন। এআইএফএফের তরফে ৪ জুলাই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেই আবেদনেই সাড়া দিয়েছেন প্রায় ১৭০ জন। জানা যাচ্ছে ভারতীয় দলেরই প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন ফের একবার আবেদন জানিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ হওয়ার। তিনি অতীতে দুবার টিম ইন্ডিয়ার কোচিং করিয়েছেন, এবং দলকে ভালো জায়গাতেই নিয়ে গেছিলেন। সম্প্রতি তিনি পাকিস্তানের কোচিং করান।
হংকং-র বিরুদ্ধে ভারতীয় দলের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হারার পরই এফসি গোয়ার বর্তমান কোচ ম্যানোলো মার্কুয়েজকে আর দলে রাখতে চায়নি এআইএফএফ।সেপ্টেম্বরে ভারতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অক্টোবর মাসে।
অস্ট্রেলিয়া তথা লিভারপুলের প্রাক্তন ফরওয়ার্ড হ্যারি কেওয়েলও আবেদন জানিয়েছেন এই পদে। এছাড়াও ওড়িশা এফসি সার্জিও লোবেরা, মহমেডান স্পোর্টিংয়ে কোচিং করানো আন্দ্রে চেরনিশভ এবং জামশেদপুর এফসির কোচ খালিদ জামিলও এই পদে আবেদন জানিয়েছেন। এছাড়াও মোহনবাগানের হয়ে আইলিগজয়ী এবং বাংলার হয়ে সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেনও আবেদন জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার।
খালিদ জামিলকে এর আগে ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের কোচ হতেও প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও তিনি জামশেদপুরেই তখন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সিনিয়র দলের কোচের পদের সুযোগ আসতেই খালিদও চাইছেন সেই পদ পেতে। কারণ জাতীয় দলের প্রায় সব ফুটবলারকেই খালিদ জামিল কাছ থেকে দেখেছেন। আবার কনস্টানটাইন যে দৌড়ে নেই, সেকথাও বলা যাচ্ছে না। কারণ তিনি অতীতে এআইএফএফ-কে ভালো স্মৃতি দিয়েছেন কিছু। অন্তত ইগর স্টিম্যাচ, উইম কুভারম্যানস বা ম্যানোলো মার্কুয়েজের থেকে যা অনেক ভালো। সুব্রত পাল, সৈয়দ সাবির পাশারা এই তালিকা দেখে তা এআইএফএফ-র টেকনিক্যাল টিমের কাছে পাঠাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।