সত্যি হল দীনেশ কার্তিকের ভবিষ্যদ্বাণী। মার্ক ওয়াকে হারিয়ে দিলেন ডিকে। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টে ভারত ক্যাঙ্গারুদের এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়েছে। প্রথম দিনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। এরপর প্রথম ইনিংসে চারশো রানের পাহাড় গড়েছিল ভারত। প্রথম ইনিংসে ২২৩ রানে এগিয়ে থাকার পর, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ৯১ রানে শেষ করে দিয়েছিল ভারত। এরফলে ইনিংস ও ১৩২ রানে ম্যাচ জিতে নেয় তারা। আড়াই দিনের ম্যাচে ভারত মাত্র একবার ব্যাট করেছিল।
আরও পড়ুন… Ranji Trophy 2022-23 2nd Semi Final: অর্পিত ভাসাভাদার ডাবল সেঞ্চুরি, রঞ্জি ফাইনালের পথে সৌরাষ্ট্র
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টে উইকেটের পিছনে নয় মাইকের পিছনে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন দীনেশ কার্তিক। প্রথম দিনেই তিনি একটি বড় এবং সাহসী ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি মার্ক ওয়ার সঙ্গে মৌখিক বিবাদের জড়িয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি বলেছিলেন যে ভারত ম্যাচে মাত্র একবার ব্যাট করবে। যা শুনে মার্ক ওয়া রেগে লাল হয়ে গিয়েছিলেন।
জেনে নিন দীনেশ কার্তিক এবং মার্ক ওয়ার মধ্যে কী কথা হয়েছিল-
দীনেশ কার্তিক: আমি মনে করি ভারত এই টেস্ট ম্যাচে একবারই ব্যাট করবে।
মার্ক ওয়া: ডিকে আমরা এটি দেখব। দেখব কী হয়।
দীনেশ কার্তিক: আমার কথাগুলো মার্ক করে রাখুন।
মার্ক ওয়া: আজ দিনটা কী? কটা বাজে? তিনটা বেজে পাঁচ মিনিট। আমি আমার ডায়েরিতে লিখে রাখব। তিনি সঠিক হতে পারেন। তবে এটা সহজ হবে না। এটা পার্কে হাঁটার মতো বিষয় নয়।
দীনেশ কার্তিক: কিন্তু একই সময়ে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাট করাটা ততটাই কঠিন হবে।
আরও পড়ুন… Ranji Trophy 2022-23 2nd Semi Final: অর্পিত-শেলডনের জোড়া শতরানে খেলার মোড় ঘুরল, চাপে কর্ণাটক
এরপরে শনিবার ম্যাচ জেতার পরে দীনেশ কার্তিক একটি টুইট করেন এবং তাতে তিনি লেখেল, ‘আমার কথা মার্ক করবেন মার্ক।’ কার্তিকের এই টুইট সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
ম্যাচের কথা বললে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারুরা তাদের প্রথম ইনিংস শেষ করে ১৭৭ রানে। এরপর, ভারত তাদের প্রথম ইনিংসে চারশো রানের পাহাড় গড়ে এবং প্রথম ইনিংসে ২২৩ রানের শক্তিশালী লিড নিয়েছিল। এর পরে, ক্যাঙ্গারুরা তাদের দ্বিতীয় ইনিংস ৯১ রানে শেষ করে এবং দ্বিতীয়বার ব্যাট করতে ব্যর্থ হয়। মজার ব্যাপার হল, প্রথম ইনিংসে ক্যাঙ্গারুরা ৬৪ ওভার ব্যাট করতে পারলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২.৩ ওভার খেলতে পারে। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৫টি উইকেট নেন এবং রবীন্দ্র জাদেজা উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দেন। ব্যাটিং সম্পর্কে কথা বলতে গেলে, রোহিত শর্মা সর্বোচ্চ ১২০ রান করেন, অক্ষর প্যাটেল ৮৪ রান এবং রবীন্দ্র জাদেজা ৭০ রান করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।