বাংলা নিউজ > ময়দান > IND vs HKG: এমন শট ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে রবারের বলে খেলতাম- খোলসা করলেন সূর্য

IND vs HKG: এমন শট ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে রবারের বলে খেলতাম- খোলসা করলেন সূর্য

সূর্যকুমার যাদব।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হতাশ করলেও, হংকং-এর বিরুদ্ধে ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব। বিরাট এবং সূর্যকুমার তৃতীয় উইকেটে অপরাজিত ৯৮ রানের জুটি গড়েন। এর মধ্যে ৬৮ রানই এসেছে সূর্যের ব্যাট থেকে। তিনি এই ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাঁর ২৬ বলে ৬৮ রানের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৬টি ছয়।

হংকং-এর বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ২৬ বলে অপরাজিত ৬৮ রানের দুরন্ত ইনিংসের হাত ধরে ভারতের স্কোর পৌঁছয় ভদ্রস্থ জায়গায়। তাঁর এই ইনিংসে ছিল ছ’টি চার এবং ছ’টি ছয়। ব্যাট হাতে হংকংয়ের বিরুদ্ধে কার্যত তাণ্ডব চালান সূর্য। রোহিত শর্মা তো বলেই ফেলেছেন, ‘ও এমন কিছু শট খেলেছে, যা কোনও বইয়ে কোথাও লেখা নেই।’

সূর্য এ দিন দৃষ্টিনন্দন পারফরম্যান্স করেছেন। মাঠের চার দিকে শট খেলেছেন। অফ স্টাম্পের বাইরের ছোট লেন্থের বলকে বলকে অবলীলায় পাঠিয়েছেন মাঠের বাইরে। হংকং-এর বোলারদের রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন সূর্য। শেষ ওভারে হারুন আর্শাদের প্রথম ৩টি বলে পরপর ৩টি ছক্কা হাঁকান সূর্য। চতুর্থ বলে কোনও রান নেননি তিনি। পঞ্চম বলে ফের একটি ছক্কা হাঁকান। শেষ বলে ২ রান নেন। সেই ওভারে সূর্যকুমার মোট ২৬ রান সংগ্রহ করেন। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পরেও সূর্য অবশ্য নির্বিকার।

আরও পড়ুন: সূর্যের জাদুতে অভিভূত কিন্তু আবেশ, আর্শদীপ রান গলানোয় ক্ষুব্ধ রোহিত

ইনিংসের বিরতিতে সূর্যকুমার বলেছেন, ‘এমন ধরনের শট কখনও অনুশীলন করিনি। ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে রবারের বলে ক্রিকেট খেলতাম। তখন হার্ড উইকেটে এ রকম শট খেলতাম। ছোটোবেলার ক্রিকেট থেকেই এই শটগুলো তুলে এনেছি। উইকেট একটু মন্থর ছিল শুরুতে। ব্যাট করতে যাওয়ার আগে রোহিত শর্মা এবং ঋষভ পন্তের সঙ্গে কথা বলেছিলাম। ওদের বলেছিলাম রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করব। ১৭০-১৭৫ রান তোলার চেষ্টা করব।’

আর ম্যাচের পর তিনি যোগ করেছেন, ‘আমার কিছু শট পূর্বনির্ধারিত ছিল। কারণ এই ফর্ম্যাটে আপনি যখন ব্যাট করতে যাচ্ছেন, তার আগের প্রস্তুতির উপর নির্ভর করে। তবে যখন ক্রিজে রয়েছেন, তখন বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: পাশে থাকার বার্তা, হংকং প্লেয়ারদের উপহার মন ছুঁয়ে গেল কোহলির

এ দিকে রোহিত বলে দিয়েছেন, প্রয়োজনে ব্যাটিং অর্ডার বদলাতেও পারেন তাঁরা। সেই প্রসঙ্গে সূর্যের দাবি, ‘আমি মনে করি আপনাকে নমনীয় হতে হবে, যে কোনও নম্বরে ব্যাট করাটা চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি কিন্তু এই বিষয়টি বেশ পছন্দ করি এবং উপভোগ করি।’

দ্রুত গতিতে রান তোলার লক্ষ্যেই আগ্রাসী ব্যাটিং করেছেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ভর করেই ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে সম্মানজনক ১৯২ রান তুলতে পেরেছে। ভারতীয় ইনিংসের শুরুতে লোকেশ রাহুল (৩৯ বলে ৩৬) ছিলেন কিছুটা মন্থর। যদিও রোহিত (১৩ বলে ২১) শুরুটা আক্রমণাত্মক মেজাজেই করেছিলেন। কিন্তু তিনি উইকেটে বেশীক্ষণ স্থায়ী হননি। রাহুল আউট হওয়ার পর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। তিনি যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের স্কোর ছিল ১৩ ওভারে মাত্র ৯৪ রান। শেষ সাত ওভারে ওঠে ৯৮ রান। উইকেটে সূর্যকুমারের সঙ্গে ছিলেন বিরাট কোহলি। তবু তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে ৬৮ রানই এল সূর্যকুমারের ব্যাট থেকে। যার মধ্য়ে ২৬ রান সূর্য করেছেন শেষ ওভারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আজকে পিচ ভালোই ছিল, কিন্তু’… প্লে অফ থেকে ছিটকে যেতেই কার দিকে আঙুল ধোনির? ব্যাটিং ব্যর্থতা,ধোনিতে আস্থা,নিলামের ভুল কৌশল- CSK-এর ভরাডুবির তালিকা বেশ লম্বা লাউয়ের ঘণ্টের বদলে এবার বানান লাউয়ের কোফতা, চেটেপুটে খাবে বাড়ির সকলে বড় গোলাপ চান এই গরমেও? দেবেন না গোবর সার, এই বিশেষ তরল খাবার আর ৪ যত্নেই কামাল দৈত্যগুরু এবার বৃষ সহ বহু রাশির কপাল খুলে দিতে চলেছেন! আসছে শুক্রের নক্ষত্র গোচর ‘আল্লাহ বাঁচাতে পারে’, ভারতের প্রত্যাঘাতের কথায় শিউরে উঠেও গলাবাজি পাকিস্তানের বাড়িতে যথেষ্ট আনাজ নেই? ঝটপট বানিয়ে ফেলুন ডিম-বেগুনের সুস্বাদু পদ স্ত্রী-পুত্রকে গুলি করে খুন! ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ পুরীর জগন্নাথ মন্দির চত্বরের ‘রসাঘর’ ঘিরে রয়েছে কোন রহস্য! দশ বছর পর খুলছে পানিঘাটা চা–বাগান, খুশি শ্রমিকরা, রাজ্য সরকারের উদ্যোগে জট কাটল

Latest sports News in Bangla

ভারতে আরশাদের খেলতে না আসা লজ্জার বিষয়!মন্তব্য নীরজ ক্লাসিকে অংশ নেওয়া থ্রোয়ারের রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI এখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া Asian Cup-এর বাছাইপর্বে নামার আগেই প্রস্তুতি ম্যাচ খেলবে সুনীলরা! কার বিরুদ্ধে? এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা ঠিক নয়… সেমিতে নামার কেন এমন বললেন বাগানের কোচ? ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার আনসেলোত্তি- রিপোর্ট

IPL 2025 News in Bangla

‘আজকে পিচ ভালোই ছিল, কিন্তু’… প্লে অফ থেকে ছিটকে যেতেই কার দিকে আঙুল ধোনির? ব্যাটিং ব্যর্থতা,ধোনিতে আস্থা,নিলামের ভুল কৌশল- CSK-এর ভরাডুবির তালিকা বেশ লম্বা ম্যাক্সওয়েল-লকির পরিবর্ত পাওয়া যাচ্ছে না! PSL-র ওপর কেন ফুঁসছেন রিকি পন্টিং? IPL-এ কি বিনিয়োগ করবে সৌদি আরব? জল্পনা বাড়িয়ে চেয়ারম্যান বললেন, ‘এখনও পর্যন্ত…’ প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে শুধু ছিটকে যাওয়া নয়,সঙ্গে একাধিক লজ্জার নজির CSK-এর 'IPL বেটিং-সহ নানা গেমে আসক্তি, প্রতিবাদ করায় স্ত্রীর মুুন্ডু কেটে খুন' যুবকের CSK-এর প্লে-অফের আশায় জল ঢেলে বিরাট লাফ PBKS-এর, বদলে গেল IPL Points Table IPL-এ মিরাকেল ক্যাচ! PBKS-র শশাঙ্ককে ফিরিয়ে এবি-পোলার্ডকে মনে করালেন প্রোটিয়া চাহালের হ্যাটট্রিকের পর শ্রেয়সের দুরন্ত ইনিংস! CSKকে IPL2025 থেকে ছিটকে দিল PBKS IPL 2025 থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল? বড় খোলসা করলেন PBKS অধিনায়ক শ্রেয়স

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.