
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতের সামনে জয়ের রাস্তা বন্ধ করে দেওয়াই ছিল প্রাথমিক লক্ষ্য। চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে উঠে নিজেদের পরিকল্পনার কথা জানালেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
প্রথম ইনিংসের নিরিখে ২৪১ রানের বড়সড় লিড হাতে ছিল ইংল্যান্ডের। তা সত্ত্বেও দ্বিতীয় ইনিংস তড়িঘড়ি ডিক্লেয়ার না করে ব্যাট চালিয়ে যান রুটরা। শেষমেশ দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়ে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেন ব্রিটিশরা।
রুট জানালেন, ৪০০ রানে পৌঁছে ব্যাট ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। যদিও শেষমেশ তেমনটা করা হয়ে ওঠেনি। ইংল্যান্ড দলনাকের কথায়, ‘পরিকল্পনা ছিল ৪০০ রানে পৌঁছনোর পর (দ্বিতীয়) ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার। যদিও তেমনটা হয়নি। আসলে ভারতকে জয়ের সমীকরণ থেকে ছিটকে দেওয়াই ছিল লক্ষ্য। যাতে আমরা কেবল উইকেট নেওয়ার দিকে মনোসংযোগ করতে পারি।'
রুট আরও বলেন, ‘ছেলেরা দারুণভাবে চাপ সামলেছে। আশা করছি এটা বাকি সিরিজেও চালিয়ে যেতে পারব। আসলে আমরা অত্যন্ত গর্বিত দল। গুরুত্বপূর্ণ হল নিজেদের আরও পরিণত করে তোলার রাস্তা খোঁজা।’
রুট অবশ্য এটা মনে করিয়ে দিতে ভোলেননি যে, চেন্নাইয়ে টস জেতা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘টস থেকে শুরু করে সবকিছুই আমাদের অনুকূলে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টস জিতে বড় রানের ইনিংস গড়তে পারাই কাজটা সহজ করে দেয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports