চলতি ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে ক্যাচ মিস হওয়ার সংখ্যা নেহাৎ কম নয়। তৃতীয় দিনেই বেন স্টোকসের জোড়া ক্যাচ ছাড়েন শার্দুল ঠাকুর ও জসপ্রীত বুমরাহ। ম্যাচে ক্যাচ মিস করেছেন জ্যাক ক্রাউলি এমনকি বিরাট কোহলিও। তবে ব্যাট করার সময় বাকিদের মতো ভাগ্য সঙ্গ দেয়নি কোহলিকে।
দ্বিতীয় ইনিংসে কোহলি দুর্দান্ত ব্যাটিং করছিলেন। তবে বেন স্টোকসের একটি লাফিয়ে ওঠা বল ঠিকমতো সামলাতে পারেননি তিনি। ২৯.৫ ওভারে স্টোকসের বল বিরাটের গ্লাভসে লেগে উইকেটকিপারে কাছে যায়। ক্যাচ মিস করেন স্যাম বিলিংস।
আরও পড়ুন:- India vs Northamptonshire T20: ব্যাটে-বলে নায়ক হার্ষাল, কষ্ট করে জিতল ভারত
তবে কিপারের দস্তানা থেকে বল ছিটকে চলে যায় স্লিপে ফিল্ডিং করা জো রুটের হাতে। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ২০ রান করে মাঠ ছাড়তে হয় বিরাট কোহলিকে। ভারত ৭৫ রানে ৩ উইকেট হারায় দ্বিতীয় ইনিংসে।
কোহলি সেট হয়ে আউট হলেও তৃতীয় দিনে চেতেশ্বর পূজারা দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন। তৃতীয় দিনের শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ২৫৭ রানে।
আরও পড়ুন:- IND vs ENG Day 3: কামব্যাকে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি পূজারার, প্রবল চাপে ইংল্যান্ড
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।