বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: কোহলির জন্য ফিল্ডিং করতে হয়েছে ১৭৮.৫ ওভার! আউট হতে বিরাট অভিনন্দন স্মিথদের
পরবর্তী খবর
IND vs AUS: কোহলির জন্য ফিল্ডিং করতে হয়েছে ১৭৮.৫ ওভার! আউট হতে বিরাট অভিনন্দন স্মিথদের
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2023, 08:07 AM ISTAyan Das
IND vs AUS: আমদাবাদে বিরাট কোহলি যে ১৮৬ রানের ইনিংসটা খেলেন, সেটা অত্যন্ত স্পেশালও ছিল। ৪০ মাস পর টেস্টে শতরানের কাটিয়ে ওঠেন বিরাট। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সের পর লাল বলের ক্রিকেটে একবারও তিন অঙ্কের স্কোর ছুঁতে পারেননি। ১,২০৫ দিন পর অবশেষে টেস্টে শতরানের মাহাত্ম্যটা তাই আরও বেশি ছিল।
বিরাটকে অভিনন্দন স্মিথ এবং লিয়নের। (ছবি সৌজন্যে বিসিসিআই এবং এপি)
আগুনের জবাব যাঁরা আগুন দিয়ে দেন, তাঁদের প্রতি অস্ট্রেলিয়ার যেন বরাবর একটা বিশেষ টান আছে। আগ্রাসনের সামনে কুঁকড়ে না গিয়ে পালটা আগ্রাসন দিয়ে মোকাবিলা করলে তাঁকে বিশেষ চোখে দেখে অস্ট্রেলিয়া। সেজন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল বিরাট কোহলিকে রীতিমতো শ্রদ্ধা করে। যে ছবি আবারও ধরা পড়ল আমদাবাদ টেস্টে। ১৮৬ রান করে আউট হওয়ার পরে বিরাটকে অভিনন্দন জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, নাথান লিয়ন, টড মার্ফিরা।
রবিবার আমদাবাদে বিরাট যে ১৮৬ রানের ইনিংসটা খেলেন, সেটা অত্যন্ত স্পেশালও ছিল। ৪০ মাস পর টেস্টে শতরানের খরা কাটিয়ে ওঠেন বিরাট। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সের পর লাল বলের ক্রিকেটে একবারও তিন অঙ্কের স্কোর ছুঁতে পারেননি। ১,২০৫ দিন পর অবশেষে টেস্টে শতরানের মাহাত্ম্যটা তাই আরও বেশি ছিল। যে ইনিংসটা দ্বিশতরানে পরিণত করার দিকে এগোচ্ছিলেন বিরাট।
কিন্তু ডবল সেঞ্চুরির ১৪ রান আগেই বিরাটকে থেমে যেতে হয়। অপরপ্রান্তে সঙ্গীর অভাবে বড় শট মারতে বাধ্য হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর ক্যাচ জমা পড়ে অস্ট্রেলিয়ার হাতে। রীতিমতো হতাশ বিরাট তারপর ড্রেসিংরুমের দিকে এগোতে থাকেন। সেইসময় এগিয়ে এসে তাঁকে অভিনন্দন জানান স্মিথ। বিরাটের পিঠ চাপড়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। হাত মিলিয়ে নেন। তারপর লায়ন, মার্ফিরাও প্রাক্তন ভারতীয় অধিনায়ককে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট
আমদাবাদের ব্যাটিং পিচে রানের ফোয়ারা উঠেছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান তোলার পর ভারত ৫৭১ রান করে। শতরান করেন শুভমন গিল। শনিবার ভালো শুরু করার পর রবিবার শতরান হাঁকান বিরাট। শতরান না করলেও ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। ১১৩ বলের ইনিংসে পাঁচটি চার এবং চারটি ছক্কা মারেন ভারতের বাঁ-হাতি অলরাউন্ডার। তাঁর সৌজন্যেই ভারতের রানের গতি বৃদ্ধি পায়। সবমিলিয়ে আমদাবাদের প্রবল গরমে ১৭৮.৫ ওভার ফিল্ডিং করতে হয় অস্ট্রেলিয়াকে।
দীর্ঘক্ষণ ফিল্ডিংয়ের পর চতুর্থ দিনের শেষ ছয় ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া। দিনের শেষে অজিদের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে তিন রান। আপাতত যে জায়গায় দাঁড়িয়ে আছে আমদাবাদ টেস্ট, তাতে পঞ্চম দিনে অবিশ্বাস্য কিছু না হলে ম্যাচটা নির্বিষ ড্র হতে চলেছে। আর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচ যেহেতু বৃষ্টির জেরে থমকে আছে, তাই সেই টেস্টও ড্র হয়ে গেলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।