শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দুর্দান্ত শতরান করেন গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।
শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ডকে কার্যত একার কাঁধে টেনে নিয়ে যান ফিলিপস। সেই সঙ্গে তিনি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অনবদ্য এক নজির গড়ে বসেন। টি-২০ বিশ্বকাপে শতরান করা ক্রিকেটারের সংখ্যা নিতান্ত কম নয়। তবে এর আগে ব্যাটিং অর্ডারের চার নম্বরে বা তারও নীচে ব্যাট করতে নেমে শতরান করেননি কেউই। সেদিক থেকে ফিলিপসই প্রথম এমন কৃতিত্ব দেখান।
এর আগে টি-২০ বিশ্বকাপে ৯ জন ব্যাটসম্যানের ব্যাট থেকে মোট ১০টি সেঞ্চুরি দেখা গিয়েছে। তবে সবগুলি সেঞ্চুরি এসেছে ওপেনার অথবা তিন নম্বর ব্যাটসম্যানের ব্যাট থেকে। ফিলিপস দশম ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করলেন। তার এই ম্যাচের শতরানটি টি-২০ বিশ্বকাপের ১১ নম্বর শতরানের নজির। দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরিকারীদের তালিকা।
১. একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিস গেইল টি-২০ বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করেছেন। তিনি ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করতে নেমে ১১৭ রান করেন। পরে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে অপরাজিত ১০০ রান করেন দ্য ইউনিভার্স বস।
২. সুরেশ রায়না ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০১ রান করেন।
৩. মাহেলা জয়াবর্ধনে ২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন।
৪. ব্রেন্ডন ম্যাকালাম ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
৫. ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করতে নেমে অপরাজিত ১১৬ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।