শুভব্রত মুখার্জি: প্রায় বছর তিনেক হল আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চুটিয়ে আইপিএল খেলে চলেছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। ব্যাট হাতে এখনও তিনি ২২ গজে মাঝে মাঝেই তার পারফরম্যান্সের ঝলক দেখান। যে কোনও বোলারের কাছে এখনও তিনি স্বপ্নের উইকেট। বিপক্ষ দলও তার উইকেট নিতে সবসময় মুখিয়ে থাকে। এই বছরের আইপিএলের ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস দল। সেই ম্যাচেই ধোনিকে ডিআরএসের সাহায্য নিয়ে আউট করেছিল পঞ্জাব। সেই আউটের স্মৃতিচারণ করতে গিয়ে পঞ্জাবের উইকেট রক্ষক জিতেশ শর্মা জানিয়েছেন তিনি নিশ্চিত ছিলেন ধোনি আউট। কারণ তার কানে ব্যাটের আওয়াজ এসেছিল। পরবর্তীতে ডিআরএস তার ধারণাকেই সত্যি প্রমাণ করেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।