কুয়েতের বিপক্ষে ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ ম্যাচে খেলতে নামবেন সুনীল ছেত্রী। এরপরই বুট জোড়া তুলে রাখবেন ভারতের ক্যাপ্টেন। ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে,বুধবার টিকিট বিক্রি শুরুর কয়েক ঘন্টার মধ্যে তাই শেষ হয় যায়। তবে ঘাবড়ানোর কিছু নেই, বলছে আইএফএ
সুনীল ছেত্রী। ছবি- পিটিআই
কুয়েতের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ভারতীয় দল খেলতে নামবে আগামী মাসের ৬ তারিখ। সেই দিনই ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন হতে চলেছে। ফুটবল থেকে অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। এরপরই ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড এবং বুট জোড়া তুলে রাখবেন ছেত্রী। জাতীয় দলের হয়ে ৯৪ গোলের মালিক আর খেলবেন না। স্বাভাবিকভাবেই ছেত্রীর শেষ ম্যাচ দেখার জন্য যুবভারতীর প্রত্যেকটা সিটই ভরে যাবে। ৬৬ হাজারি যুবভারতীর সব টিকিট তো আর অনলাইনে ছাড়া যায় না, এক্ষেত্রে বহু টিকিট ক্লাব, বিভিন্ন সংস্থাকে দিতে হয় আইএফএকে। এবারে লোকাল অর্গানাইজিং কমিটি আইএফএ। তাঁরা আগেই চেয়েছিল ভারতের ম্যাচ আয়োজন করতে, কিন্তু সেটা যে সুনীলের শেষ ম্যাচ হবে তা বুঝতে পারেননি তাঁরা। তবে ঐতিহাসিক ম্যাচের টিকিট বন্টনের ক্ষেত্রে মেপে পা ফেলতে চাইছে আইএফএ।
বুধবার বিকেলেই বাংলার ফুটবল ময়দানে শুরু হয় চাপানউতোর, সুনীলের শেষ ম্যাচের টিকিট নাকি সব শেষ। আসলে অনলাইন টিকিট বুকিং সংস্থার ওয়েবসাইটে কয়েক ঘন্টা পরই টিকিট সোল্ড আউট দেখিয়েছিল, তবে আইএফএ সচিব অণির্বান দত্ত জানিয়ে দিলেন, সত্যিকারের ফুটবল প্রেমীরা যাতে খেলা দেখতে পারেন, সেই কারণেই তাঁরা এক অভিনব পন্থা নিয়েছেন, সেই কারণেই ওয়েবসাইটে টিকিট সোল্ড আউট দেখিয়েছে, ফের মিলবে শুক্রবার।
HT বাংলায় অণির্বান দত্ত জানান, ‘আসলে টিকিট কিছুই শেষ হয়নি, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখতে না পারে টিকিট সেই কারণেই আমরা ধাপে ধাপে টিকিট ছাড়ছি। যদি বুধবার সব টিকিট ছাড়তাম তাহলে দু ঘন্টার মধ্যেই টিকিট শেষ হয়ে যেত। টিকিটের কালোবাজারি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, একজন পাঁচটা কম্পিউটার থেকে প্রথম এক ঘন্টার মধ্যে পরপর টিকিট কেটে নিল, কিন্তু এক্ষেত্রে আলাদা আলাদা দিনে টিকিট ছাড়া হলে ব্ল্যাকাররা একদিনে সব টিকিট কাটতে পারবে না,ফলে সত্যিকারের যারা ফুটবলপ্রেমী তাঁরাও প্রাপ্য সুযোগ পাবে খেলা দেখার, শুক্রবারই আমরা ফের অনলাইনে টিকিট ছাড়ব। ’
অফলাইনে টিকিট কি আদৌ ছাড়া হবে? প্রশ্নের উত্তরে HT বাংলাকে অণির্বান দত্ত জানান, ‘ অফলাইনে টিকিট ছাড়ব কিন্তু একদম শেষ লগ্নে গিয়ে, আগে থেকে ছেড়ে দিলে অনেক অসাধু ব্যক্তিরা সেই টিকিট জাল করে বিক্রি করে দেয়। এক্ষেত্রে মানুষকে ঠকায় তাঁরা। ফুটবলপ্রেমীরা সেই টিকিট কেটে মাঠে ঢুকতে পারেনা, তাই আগামী মাসের শুরুর দিকে অফলাইনে কিছু টিকিট ছাড়ব,যাতে জাল টিকিট বানানোর সময় না পায় অসাধু ব্যক্তিরা। তবে অনলাইনে টিকিট পাওয়া যাবে, এক্ষেত্রে মানুষের ঘাবড়ানোর কোনও কারণ নেই’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।