ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন জানালেন, ‘ও মাথায় আঘাত পেয়েছে। বেশ কিছুক্ষণ ও কিছু মনে করতে পারছিল না। আস্তে আস্তে সবকিছু মনে করতে পারছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য। আশা করি, চোট গুরুতর নয়।’
সামসুন্নাহারকে নিয়ে কী বললেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন?
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে মিশন শুরু করে ছিল বাংলাদেশ। তবে তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল অধিনায়ক সামসুন্নাহারের মাথায় পাওয়া চোট। ম্যাচের ৪৩ মিনিটে বল নিয়ে দৌড়ানো অবস্থায় হঠাৎ সামসুন্নাহার পড়ে গেলে খেলা খানিকক্ষণ বন্ধ থাকে।
প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে বাংলাদেশের মিডফিল্ডার মাটিতে পড়ে যান। পরে আবার উঠে দাঁড়িয়ে খেলতে থাকলেও রেফারি বিরতির বাঁশি বাজানোর পর আবারও সামসুন্নাহার মাঠে পড়ে যান। তিনি কনকাশনে ভুগতে থাকেন।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন জানালেন, ‘ও মাথায় আঘাত পেয়েছে। বেশ কিছুক্ষণ ও কিছু মনে করতে পারছিল না। আস্তে আস্তে সবকিছু মনে করতে পারছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য। আশা করি, চোট গুরুতর নয়।’
জয় নিয়ে মাঠ ছাড়া প্রসঙ্গে বাংলাদেশের কোচ বলেন, ‘আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ছিল। জেতা দরকার ছিল। জয় পাওয়ার কারণে মেয়েদের ধন্যবাদ জানাই। এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। আগেও বলেছি, আমার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। জয়লাভ করা। প্রথম লক্ষ্য মেয়েরা পূরণ করতে পেরেছে। আশা করি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।’
৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টে লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত। আসরের প্রথম ম্যাচে ভুটানের জালে এক ডজন গোল দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শক্তিশালী প্রতিপক্ষকে অবশ্য হারানোর আশাই করছেন স্বাগতিক দলের কোচ।
বাংলাদেশের কোচ আরও বলেন, ‘ভারত এই অঞ্চলে (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। তাদের বিরুদ্ধে ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি, ভারতের বিরুদ্ধে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
অন্যদিকে, পরাজয়ের জন্য নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং সেলাই করা বল বাদ দিয়ে সেলাই ছাড়া বল দিয়ে খেলাকে দায়ি করেছেন। যদিও গোছানো ফুটবল খেলতে না পারার কথাও তিনি স্বীকার করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।