বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: সেমির পর আর্জেন্তাইন কোচকে কাঁদিয়েই ছাড়লেন মেসি- ভিডিয়ো
পরবর্তী খবর

FIFA World Cup 2022: সেমির পর আর্জেন্তাইন কোচকে কাঁদিয়েই ছাড়লেন মেসি- ভিডিয়ো

লিওনেল মেসিকে জড়িয়ে ধরে চোখের জল ধরে রাখতে পারলেন না লিওনেল স্কালোনি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ সহজ জয় পেয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কালোনিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। নিঃসন্দেহে আনন্দাশ্রু। তিনি সরাসরি মেসির কাছে চলে যান এবং তাঁকে উষ্ণ আলিঙ্গন করে ছেলেমানুষের মতো কেঁদে ফেলেন।

মঙ্গলবারের রাতটা সারা বিশ্বের আর্জেন্তিনা ভক্তদের জন্য ছিল আবেগে পরিপূর্ণ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে লিওনেল মেসির জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। তাঁর মাস্টারক্লাস পারফরম্যান্সের হাত ধরে আর্জেন্তিনা ষষ্ঠ বার ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। তিনি নিজেই টুর্নামেন্ট শুরুর আগে সেই কথা জানিয়ে দিয়েছেন। তাই যেন শিরোপা জিততে নিজেকে নিংড়ে দিচ্ছেন মেসি।

আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও মেসির স্বপ্নকে নিজের করে নিয়েছেন। বিশেষ করে কোয়ার্টার ফাইনাল থেকে পুরো আর্জেন্তিনা শিবির যেন নতুন স্বপ্নের জাল বুনছে। স্কালোনি তাঁর স্ট্র্যাটেজির মাধ্যমে ডিফেন্ডারদের জাল থেকে বের হওয়ার অস্ত্রগুলো মেসির হাতে তুলে দিচ্ছেন। যা প্রয়োগ করে মেসি কিন্তু সাফল্যও পাচ্ছেন। গোল করছেন, গোল তৈরি করে দিচ্ছেন। চোখ ধাঁধানো পারফরম্যান্স করছেন আর্জেন্তাইন সুপারস্টার।

আরও পড়ুন: ফ্রান্সের ২ তারকা অসুস্থ, মঙ্গলবার অনুশীলনও করেননি, মরক্কো ম্যাচের আগে চাপে দেশঁ

আর্জেন্তিনা নিজেদের স্বপ্ন পূরণের থেকে আর একটি ধাপ দূরে। ২০১৪ সালে শেষ বার তারা বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। সেই বার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। কিন্তু এই বার আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাইছে না আর্জেন্তিনা। তারা ফাইনাল জিতে স্বপ্ন পূরণ করতে চাইছে। বিশেষ করে মেসিকে শেষ বিশ্বকাপের বড় উপহার শিরোপা জিতেই দিতে চাইছেন আলভারেজরা।

আর লিও মেসিকে প্রতি মূহূর্তে তাতিয়ে রেখেছেন কোচ স্কালোনি। সেমিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে মেসির প্রতিটা মুভমেন্টে তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। মেসি যখন পেনাল্টি থেকে গোল করে বাতিস্তুতাকে ছাপিয়ে যান এবং আর্জেন্তিনাকে এগিয়ে দেন, তখন স্কালোনি আনন্দে চিৎকার করা বা স্কোয়াডের সদস্যদের আলিঙ্গন করা বা ডাগআউটের চারপাশে লাফালাফি করে বেরানো- এ সব কিছুই করছিলেন না। বরং তিনি তাঁর চেয়ারেই বসেছিলেন। তাঁর চোখ ভিজে এসেছিল। এক প্রশান্তির ছাপ ছিল তাঁর চোখেমুখে। তিনি কখনও একটি বোতল থেকে জল চুমুক দিচ্ছিলেন, পর মুহূূর্তে অন্যটি থেকে। উচ্ছ্বাসটা চেপে আবেগে বয়ে গিয়েছিলেন স্কালোনি। তাঁর বিশ্বাস ছিল, মেসি ঠিক নিজের দলকে এগিয়ে নিয়ে যাবেন।

স্কালোনির ভাবনা এতটুকু ভুল ছিল না। ম্যাচ যত গড়িয়েছে, আর্জেন্তিনা অধিনায়ক সেই সঙ্গে তাঁর খেলাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। আর্জেন্তিনার পরবর্তী দু'টি গোলে মেসি সক্রিয় ভূমিকা পালন করেন। জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা ডিফেন্ডার গ্যাভারদিওলকে ড্রিবল করে দুরন্ত সুযোগ তৈরি করে দিয়েছিলেন এলএমটেন। যার থেকে গোল একেবারে নিশ্চিত ছিল।

আরও পড়ুন: মেসির ম্যাজিক-আলভারেজের চমক, ক্রোটদের হারিয়ে ৮ বছর পরে আবার ফাইনালে আর্জেন্তিনা

ম্যাচের পর স্কালোনি সাংবাদিকদের বলেন, ‘মেসি যে ইতিহাসের সেরা ফুটবলার এটা নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। অনেকেই ভাবতে পারেন, আমরা আর্জেন্তাইন বলে হয়তো কথাটা বলি। কিন্তু আসলে তা নয়। যখনই ও মাঠে নামে কোনও না কোনও সুযোগ তৈরি করবে। ওকে খেলতে দেখাটাই, ওর সতীর্থ, আর্জেন্তাইন সমর্থক, পুরো বিশ্বের জন্য বড় এক অনুপ্রেরণা। ওকে কোচিং করাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ সহজ জয় পেয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কালোনিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। নিঃসন্দেহে আনন্দাশ্রু। তিনি সরাসরি মেসির কাছে চলে যান এবং তাঁকে উষ্ণ আলিঙ্গন করে ছেলেমানুষের মতো কেঁদে ফেলেন। পুরো ম্যাচে শান্ত হয়ে নিজেকে ধরে রাখার চেষ্টা করলেও, ম্যাচ শেষে তাঁর চোখের জল বাঁধ মানেনি। মেসিও এই আনন্দের আশ্রু বয়ে যেতে দেন। চুপ করে স্কালোনি জড়িয়ে ধরে তিনিও আবেগে ভেসে যান।

এর পর জমকালো কায়দায় জয়টা সেলিব্রেট করেন আর্জেন্তাইন ফুটবলাররা। স্কালোনি পরে বলেন, ‘আমরা উদযাপন করেছি কারণ আমরা ফাইনালে পৌঁছে গিয়েছি। তবে এখনও এক ধাপ বাকি। জয়টা উপভোগ করেছি, তবে এখানেই সব শেষ। কারণ আমাদের আসল লক্ষ্য পরবর্তী ধাপ।’

আর্জেন্তিনার কোচ আরও বলেন, ‘আমি অন্য কোচের সঙ্গে নিজেকে তুলনা করতে পারি না। ফাইনালে যাওয়া এবং জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমাকে গর্বিত করে। কিন্তু আমি ওদের মতো একই স্তরে নিজেকে রাখতে পারি না। আমি ফাইনালে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

লালকেল্লায় ঐতিহাসিক চুরি! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ছদ্মবেশী জৈন পুরোহিত কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে খতম এক জঙ্গি, জখম সেনার JCO পিতৃপক্ষে কিছু কিনলে কি অশুভ নজর লাগে? কী হয় এই ১৬ দিনে? কাজে এল না অনুরোধ! শাহরুখের পর 'কিং'-এ সুহানার লুক ভাইরাল, রয়েছে কোন চমক? স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে ‘ছেলের মৃত্যুর পর ভেঙে পড়েছিলাম, বাঁচতে চাইনি’, লিখলেন শেখর সুমন! কী হয়েছিল? রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধবেন কমল হাসান? 'প্রতিযোগিতা নেই…', যা বললেন অভিনেতা সাঁতারে ফের দেশ কাঁপাবে বাংলা! আশায় দ্রোণাচার্য প্রশিক্ষক, ফিনসুইমিংয়ে সেরা কে? ‘উস্তাদ আমির খান’, ভরা মঞ্চে রাগাশ্রয়ী গান গাইলেন অভিনেতা, হতবাক নেটপাড়া বালিপাচার কাণ্ডে হানা ইডির, ফের একবার বাংলায় উদ্ধার 'টাকার পাহার'

Latest sports News in Bangla

স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে হকিতে এশিয়া সেরা ভারত! দক্ষিণ কোরিয়াকে ৪-১ এ উড়িয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের ইতিহাস গড়ল ভারত! ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয় পুরুষ কম্পাউন্ড দলের হ্যাটট্রিক করণ রাইয়ের, শেষ ম্যাচে জয় ছিনিয়ে স্বস্তি সবুজ মেরুনের ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা কোথায় কখন লাইভ দেখবেন? সাবস্ক্রিপশন জরুরি? ডার্বির দামামা! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কবে? ডিভোর্সের ঘোষণার ৩ সপ্তাহের মধ্যে বড় খবর দিলেন সাইনা!লিখলেন, 'আমরা..' ‘ধোনির মতোই ঠাণ্ডা মাথা…’ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কী বললেন দিব্যার কোচ? কল্যাণীর রুদ্ধশ্বাস ডার্বিতে শেষ হাসি ইস্টবেঙ্গলের! ‘নায়ক’ সায়ন জাভি কখনই ভারতীয় দলের কোচ হতে চায়নি! মিথ্যা বলছে AIFF, দাবি স্প্যানিশ সাংবাদিকের

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.