আজ ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্তিনা। তবে গত ২২ নভেম্বর সন্ধ্যায় যদি কেউ বলতেন যে মেসিরা ফাইনালে উঠবেন, অনেকেই হয়ত সেই কথাটা হেসে উড়িয়ে দিতেন। কারণ সেদিনই সৌদির কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কার মুখোমুখি হয়েছিল লিনওলেন স্কালোনির দল। তবে সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান লিওনেল মেসি। আর্জেন্তিনার জার্সিতে আজকেই হয়ত শেষ ম্যাচ খেলতে চলেছেন এলএম১০। এই আবহে ফাইনালের আগে বড় মন্তব্য করলেন স্কালোনি।