হুঁশিয়ারি আগেই দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। এবার কথামতো কাজ করে দেখাল। কলকাতা লিগ নিয়ে আইনি লড়াইয়ে নামল তারা। যার ফলে এখনই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া হচ্ছে না ইস্টবেঙ্গলের। কলকাতা লিগের সূচি নিয়ে ক্ষুব্ধ ছিল ডায়মন্ড হারবার। গত বৃহস্পতিবার লিগ নির্ধারণ ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল লাল হলুদ শিবিরের। কিন্তু মাঠে ইস্টবেঙ্গল উপস্থিত থাকলেও, খেলতে আসেনি ডায়মন্ড হারবার। পরপর আরএফডিএল এবং আই লিগ ২-এর ম্যাচ থাকায় খেলা সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল তারা। ফলে একটা সময়ের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই মতো চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারত ইস্টবেঙ্গলকে। তবে এখনই সেটা হতে দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
এই বিষয়ে ক্লাবের সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আইএফএ যেই ভাবে লিগ শেষ করতে চাইল তা একেবারেই ঠিক পদ্ধতি মেনে হয়নি। ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলা জানানো হল আরএফডিএলের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। কোনও রকম প্রস্তুতি ছাড়া আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ব সেটা হতে পারে না। পুরো বিষয়টি অনৈতিক, আমরা এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করব।’
সেই মতো আদালতে যায় ডায়মন্ড হারবার এফসি। আপাতত কলকাতা লিগের নিষ্পত্তিতে স্থগিতাদেশ দিয়েছে আলিপুর আদালত। এর অর্থ হল আইএফএ এখনই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না। ১৯ মার্চ পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। এই বিষয়ে ক্লাব সভাপতি বলেন, আমরা আইএফএ- র বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম । ওরা আমাদের কথা শোনেনি। সেই জন্যই আইনি পথে যেতে হয়েছিল। ১৯ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ পেয়েছি। এরপর কী হয় সেটা দেখতে হবে।’
তিনি মনে করেন আইএফএ চাইলেই খেলা পিছতে পারত। আকাশবাবু বলেন, ‘সেদিনের খেলার আগেও সময় ফাঁকা ছিল। আইএফএ চাইলে আগেও করিয়ে নিতে পারত। কিন্তু সেটা করা হয়নি। শুধু ইস্টবেঙ্গলের বিষয় নয়, মহমেডানের বিরুদ্ধেও আমাদের জিততে হবে। তবেই আমরা চ্যাম্পিয়ন হতে পারব। আমাদের দাবি স্পষ্ট, সব দলকে সমান ভাবে দেখুক আইএফএ। সন্তোষ ট্রফির আগে ইস্টবেঙ্গল, মহমেডান ও আমাদের ডাকা হয়েছিল। ওই সময় যেহেতু অনেক প্লেয়ার বাংলা দলে ছিল, আমরা সকলেই বলেছিলাম, সন্তোষ ট্রফির পর খেলব। পরে ডাকার কথা ছিল। কিন্তু আইএফএ আর সেটা করেনি। অনেকটা সময় ছিল। আইএফএ নিজেদের মর্জি মতো সিদ্ধান্ত নিচ্ছে। এত ঘনঘন ম্যাচ খেলা সম্ভব ছিল না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।