East Bengal Match Live Streaming: কলকাতা ফুটবল লিগে টানা তিনটি ম্যাচে জয়ের লক্ষ্যে সোমবার নৈহাটি স্টেডিয়ামে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচ কোথায়, কীভাবে সরাসরি দেখতে পারবেন? কত টাকা লাগবে?
কলকাতা ফুটবল লিগে টানা তিনটি ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইস্টবেঙ্গল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক East Bengal FC)
আজ (সোমবার কলকাতা ফুটবল লিগে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ধাক্কা (ড্র) খেলেও পরের দুটি ম্যাচে জ্বলেছে মশাল। দ্বিতীয় (পশ্চিমবঙ্গ পুলিশ) এবং তৃতীয় ম্যাচে (খিদিরপুর) জিতেছে লাল-হলুদ বাহিনী। এবার জয়ের হ্যাটট্রিক করতে মাঠে নামতে চলেছেন তুহিন দাস, মহম্মদ রাকিপ, দীপ সাহারা। আজ দুপুর তিনটেয় নৈহাটি স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সেই ম্যাচ শুরু হবে। যে ম্যাচ দেখার জন্য সপ্তাহের প্রথম কর্মদিবসে কি ছুটি পাননি? তবে মাঠে যেতে না পারলেও অনায়াসে সরাসরি ম্যাচ দেখতে পারবেন। সেটার জন্য বেশি টাকাও খরচ হবে না। ৫০ টাকায় ‘inSportsTV’-তে ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ সরাসরি দেখতে পারবেন।
অনলাইনে ইস্টবেঙ্গল বনাম বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচ সরাসরি দেখবেন কীভাবে?
১) নিজের স্মার্টফোন নিয়ে প্রথমেই ‘গুগল প্লে স্টোর’-এ (Google Play Store) যেতে হবে। সার্চের জায়গায় গিয়ে ‘inSportsTV’ লিখতে হবে আপনাকে। এসে যাবে ‘inSportsTV’-র অপশন। আর তারপর ইনস্টল করতে হবে।
২) ইনস্টল হয়ে যাওয়ার পর 'Open' অপশনে ক্লিক করতে হবে। খুলে যাবে ‘inSportsTV’ অ্যাপ। ইমেল আইডি বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে (‘inSportsTV’ অ্যাপে আপনার অ্যাকাউন্ট নেই ধরে, ইতিমধ্যে অ্যাকউন্ট থাকলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র লগইন করতে হবে)। ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে 'Sign Up' করতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।