East Bengal vs BSS Sporting Highlights: কলকাতা ফুটবল লিগে ফের ড্র করল ইস্টবেঙ্গল। বিএসএসের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষের দিকে দীপের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। সেই রেশ কাটতে না কাটতেই লাল-হলুদের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে সমতা ফেরান ভবানী জসওয়াল। ব্যাস! তাতেই ইস্টবেঙ্গলের হ্যাটট্রিকের পথ বন্ধ হয়ে যায়।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ড্র করল ইস্টবেঙ্গল
পরপর দুই ম্যাচ জেতা ইস্টবেঙ্গল বিএসএসের বিরুদ্ধে ড্র করল। ম্যাচের একেবারে শেষে অর্থাৎ ৯০ মিনিটের মাথায় দীপের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সেই রেশ কাটতে না কাটতেই সেই গোল পরিশোধ করে দিলেন বিএসএসের ভবানী। ফলে ফের ড্র বিনো জর্জদের। তবে লাল-হলুদকে আটকে দিয়ে আত্মবিশ্বাস পেল বিএসএস।
East Bengal vs BSS Sporting Club Live Scores: গোল বিএসএসের
৯৬ মিনিট- ভবানী জসওয়াল গোল পরিশোধ করে দিলেন। ফলে লাল হলুদের ভুল বোঝাবুঝিতে গোল হজম করতে হল। গোলকরক্ষক এগিয়ে এলেন। কিন্তু বোকা বানিয়ে গোল পরিশোধ করলেন ভবানী।
East Bengal vs BSS Sporting Club Live Scores: শেষ সময়ে আক্রমণ লাল হলুদের
৯৪ মিনিট- প্রথম গোলের পরই আরও ঝাঁঝ বাড়াল ইস্টবেঙ্গল। গোলের চেষ্টা লাল হলুদের। ১০ জনের দল যেন অক্সিজেন পেল। ফের আক্রমণে লাল-হলুদ। না পারল না।
East Bengal vs BSS Sporting Club Live Scores: গোল পাবে লাল-হলুদ?
৯০ মিনিট- ফ্রি কিকে জন্য তৈরি দীপ সাহা। গোল পাবেন তিনি। লম্বা ইন সুইং শট। আর সেখান থেকে গোওওওওল……..। অবশেষে ৯০ মিনিটের মাথায় গোল পেল ইস্টবেঙ্গল। অতিরিক্ত সময় দেওয়া হল ৮ মিনিট।
East Bengal vs BSS Sporting Club Live Scores: নরকুমার দাস পেলেন হলুদ কার্ড
৮৮ মিনিট- হলুদ কার্ড পেলেন বিএসএসের ফুটবলার নবকুমার দাস। ট্রাকেল করায় কার্ড পেলেন তিনি। এর আগেও এই ম্য়াচে হলুড কার্ড পান নবকুমার। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন তিনি। ১০ জনে বিএসএস।
East Bengal vs BSS Sporting Club Live Scores: সাতটি কর্নার পেল ইস্টবেঙ্গল
৮১ মিনিট- গোটা ম্যাচ জুড়ে ৮১ মিনিট পর্যন্ত সাতটি কর্নায় আদায় করে নিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু একটি গোলও দেখতে পারেনি বিনো জর্জের ছেলেরা। ফের একবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ৭৫ মিনিট শেষে খেলার ফলাফল
৭৫ মিনিট- শেষ কিছুক্ষণ বাকি খেলা। কিন্তু ৭৫ মিনিট হয়ে গেলেও গোলের মুখ দেখতে পেল না দুই দল। তবে একাধিক হলুদ কার্ড দেখল দুই দলের ফুটবলাররা। পাশাপাশি ১টি লাল কার্ড দেখেছে লাল-হলুদের এক ফুটবলার। ডিফেন্সিভ খেলা শুরু বিএসএসের।
East Bengal vs BSS Sporting Club Live Scores: গোলের সুযোগ বিএসএস
৬৯ মিনিট- সৌরভের পাস থেকে গোলের সুযোগ করে ফেললেন দীপেন্দু। কিন্তু গোল করতে ব্যর্থ হলেন দীপেন্দু। ফলে লাল হলুদের ওপর চাপ তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হয়।
East Bengal vs BSS Sporting Club Live Scores: তিন পরিবর্তন বিএসএসের
৫৮ মিনিট- ভবানী জসওয়াল, দীপেন্দু দুয়ারি, সৌরভ মাঠে এলেন বিএসএসের হয়ে। এক সঙ্গে তিনটি পরিবর্তন হল।
East Bengal vs BSS Sporting Club Live Scores: আক্রমণ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
৫৩ মিনিট- আক্রমণ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। সার্থক গলুইয়ের দুর্দান্ত পাস। সেখান থেকে গোলের সুযোগ তৈরি হল। কিন্তু না!!!!! হল না। গোলের মুখ দেখতে পেল না ইস্টবেঙ্গল। দুর্দান্ত একটা পরিকল্পনা। তবে কর্নার পেয়ে গেল।
East Bengal vs BSS Sporting Club Live Scores: রোদ ঝলমলে নৈহাটি
৫০ মিনিট- প্রথমার্ধের খেলা শুরু হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে নৈহাটিতে। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ঝলমলে আকাশ। রোদের আলোয় ঝলমল করছে নৈহাটি স্টেডিয়াম।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ম্যাচে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল
৪৬ মিনিট- দ্বিতীয়ার্ধে ম্যাচের মধ্যে ফেরার চেষ্টা ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে যেভাবে তারা শুরু করেছিলেন, তার থেকে অনেকটাই ভালো শুরু করলেন তারা। গোলের সুযোগ তৈরি করছে তারা। কিন্তু ফিনিশিং টাচের অভাব রয়েছে। স্বস্তিতে লাল-হলুদ সমর্থকরা।
East Bengal vs BSS Sporting Club Live Scores: দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাবে দুই দল?
প্রথমার্ধে দুই দলই গোলের মুখ দেখতে পায়নি। তার ওপর একটি লাল কার্ড হজম করতে হয়েছে লাল-হলুদকে। ১০ জনে খেলছে বিনে জর্জের দল। কবে পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছে বিএসএসও। দ্বিতীয়ার্ধে গোলের মুখ দেখতে পায় কিনা লাল-হলুদ, সেটাই এখন দেখার।
East Bengal vs BSS Sporting Club Live Scores: অতিরিক্ত সময়ে গোলের মুখ খুলবে?
৪৫ মিনিট- প্রথমার্ধে চার মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। এই চার মিনিটে গোলের মুখ দেখতে মরিয়া ইস্টবেঙ্গল। কর্নার আদায় করল ইস্টবেঙ্গল। কিন্তু না পারল না। প্রথামার্ধে দুই দলই গোলের মুখ দেখত পারল না।
East Bengal vs BSS Sporting Club Live Scores: কার্ড দেখলেন শুভঙ্কর
৪৩ মিনিট- বল নিয়ে গোলের দিকে এগিয়ে যাচ্ছেন দীপ সাহা। ট্রাকেল করায় পড়ে গেলেন দীপ। হলুদ কার্ড পেলেন বিএসএসের শুভঙ্কর। সেখানে ফ্রি-কিক থেকে গোল করতে পারল না ইস্টবেঙ্গল।
East Bengal vs BSS Sporting Club Live Scores: দুর্দান্ত বিএসএসের গোলরক্ষক
৩৫ মিনিট- সুযোগ তৈরি করে ফেলল ইস্টবেঙ্গল। গোল করতে পারবে? দুর্দান্ত সেভ করলেন মৃন্ময় তাঁতি। অসাধারণ সেভ। গোল করতে পারল না লাল-হলুদ। তবে ১০ জনের ইস্টবেঙ্গল ধীরে ধীরে ম্যাচে ফিরছে।
East Bengal vs BSS Sporting Club Live Scores: বিপদের মুখে লাল-হলুদ
৩০ মিনিট- গোলের মুখ দেখতে না পারলেও লাল-হলুদের ডিফেন্সের একাধিক ভুল দেখা যাচ্ছে।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ফাউল করল ইস্টবেঙ্গল
২৬ মিনিট- লাল কার্ড দেখেও শিক্ষা হয়নি। ফের ফাউল করল ইস্টবেঙ্গল। যদিও কার্ড দেখালেন না রেফারি।
East Bengal vs BSS Sporting Club Live Scores: প্রথম কর্নার পেল ইস্টবেঙ্গল
২৪ মিনিট- প্রথম কর্নার পেল ইস্টবেঙ্গল। সেখান থেকে লম্বা শট। সুযোগ তৈরি হয়েছে। কিন্তু জালে বল জড়াতে পারলেন না লাল-হলুদের ফুটবলাররা। ফের একবার দূরপাল্লার শট, কিন্তু তাও ব্যর্থ।
East Bengal vs BSS Sporting Club Live Scores: লাল কার্ড দেখলেন তুহিন দাস
১৫ মিনিট- শুরতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। বিএসএসের ফুটবলারকে ধাক্কা মারায় লাল কার্ড দেখলেন তুহিন দাস। তাঁকে লাল কার্ড দেখালেন প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। ১০ জনে হয়ে গেল লাল-হলুদ।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ঝমঝমিয়ে বৃষ্টি নৈহাটিতে
১৩ মিনিট- ঝমঝমিয়ে বৃষ্টি নামল নৈহাটিতে। বৃষ্টির মধ্যে সমস্যায় পড়েন কিনা সেটাই দেখার।
East Bengal vs BSS Sporting Club Live Scores: নৈহাটিতে কুয়েদ্রাত
গতকাল মধ্যরাতে শহরে পা রেখেছেন ইস্টবেঙ্গল সিনিয়র দলের কোচ কুয়েদ্রাত। আজ কলকাতা লিগের খেলা দেখতে নৈহাটিতে হাজির তিনি।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ফরোয়ার্ডে সমস্যা?
৯ মিনিট- মান্ডার ছুড়ে দেওয়া বল এগিয়ে দিলেও গোলের মুখ দেখতে পারল না ইস্টবেঙ্গল। বিএসএসের ডিফেন্সের কাছে কিছুটা হলেও বাঁধা পেতে হল লাল হলুদ ফরোয়ার্ডকে।
East Bengal vs BSS Sporting Club Live Scores: ছন্নছাড়া ইস্টবেঙ্গল
৭ মিনিট- ছন্নছাড়া ফুটবল উপহার লাল-লুদের। মাধে মঝ্যেই বাঁশি বাজাতে হচ্ছে রেফারিকে। বল ধরে রাখতে পারছেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
East Bengal vs BSS Sporting Club Live Scores: শুরুতেই ডিফেন্সের ভুল
৪ মিনিট- শুরু থেকেই ডিফেন্স সমস্যায় দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের। চার মিনিটের মধ্যেই দুটি কর্নার আদায় করে নিলেন বিএসএসের ফুটবলাররা।
East Bengal vs BSS Sporting Club Live Scores: জয়ের হ্যাটট্রিক করবে পারবে ইস্টবেঙ্গল?
বাঁশি বাজালেন রেফারি। পরপর দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। এবার বিএসএসকে হারিয়ে তৃতীয় জয়টি তুলে নিতে চায় বিনো জর্জের ছেলেরা।
East Bengal vs BSS Sporting Club Live Scores: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং বিএসএস। মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা। রেফারির দায়িত্বে প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়।
East Bengal vs BSS Sporting Club Live Scores: বিএসএস দলে কারা সুযোগ পেলেন?
মৃঞ্ময় তাঁতি, নবকুমার দাস, মহম্মদ আসিফ, এল টচওয়াং, গৌরব দাস, সঞ্চিত সিং. টোটান দাস, সরজিৎ শিল, শুভঙ্কর দাস, চন্দাম সিং, আনন্দ টাই।
East Bengal vs BSS Sporting Club Live Scores: কারা সুযোগ পেলেন প্রথম একাদশে?
মহম্মদ নিশাদ, সার্থক গলুই, শুভেন্দু মান্ডি, অভিষেক কুঞ্জম, দীপ সাহা, কুশ ছেত্রী, তুহিন দাস, অতুল উনিকৃষ্ণন, সৌভিক চক্রবর্তী, লিজো, সঞ্জীব ঘোষ।
East Bengal vs BSS Sporting Club Live Scores: কতটা প্রস্তত বিএসএস?
কলকাতা লিগে বিদেশি ফুটবলার না থাকলেও তিন প্রধান যে বেশ শক্তিশালি দল গঠন করেছে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে পরপর দুই ম্যাচ জেতা ইস্টবেঙ্গল এই ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চাইবে। পাশাপাশি বিএসএসও জেতার টার্গেট রাখবে। তবে সব দিক থেকেই এগিয়ে রয়েছে লাল-হলুদ।
CFL 2023 LIVE: মঙ্গলবার কলকাতা লিগে কতগুলি ম্যাচ?
মঙ্গলবার কলকাতা লিগে তিনটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচে মুখোমুখি হবে আর্মি রেড এবং সার্দান সমিতি। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং কলকাতা ফুটবল ক্লাব। অপর আরেকটি ম্যাচে মুখোমুখি হবে টালিগঞ্জ অগ্রগামী এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া।
East Bengal vs BSS Sporting Live: কতটা প্রস্তুত লাল-হলুদ শিবির?
প্রথম ম্যাচে ধাক্কা (ড্র) খেলেও পরের দুটি ম্যাচে জ্বলেছে মশাল। দ্বিতীয় (পশ্চিমবঙ্গ পুলিশ) এবং তৃতীয় ম্যাচে (খিদিরপুর) জিতেছে লাল-হলুদ বাহিনী। এবার বিএসএসের বিরুদ্ধে নামছে বিনো জর্জের ছেলেরা। লক্ষ্য হ্যাটট্রিক। বিপক্ষের থেতে অনেকটাই এগিয়ে নামবে ইস্টবেঙ্গল।
কলকাতা ফুটবল লিগে জয়ের হ্যাটট্রিক করতে আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং ক্লাব।
আজ বিএসএসের বিরুদ্ধে কলকাতা লিগে খেলতে নামছে ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। এখন এটাই দেখার জয়ের হ্যাটট্রিক করতে পারে কিনা লাল-হলুদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।