বুধবার স্পেনের এক আদালতে বড় ধাক্কা খেলেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনসেলোত্তি। সম্প্রতি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্বে এসেছেন ইতালির এই হাইপ্রোফাইল ম্যানেজার। ইউরোপিয়ান ফুটবলে দীর্ঘদিন ধরেই তিনি কোচিং করিয়ে আসছেন। কিন্তু এবার বড় বিপদের মুখেই পড়ে গেলেন আনসেলোত্তি।
২০১৪ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় কর ফাঁকি দেওয়ায় কার্লো আনসেলোত্তিকে ১ বছরের জন্য কারাবাসের নির্দেশ দিল আদালত। এছাড়াও ৩ লক্ষ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে কার্লোকে। স্পেনের আদালতে আইনজীবীরা দাবি করেন, যে ২০১৪ এবং ২০১৫ সালে প্রায় ১ মিলিয়ন ইউরোর কর ফাঁকি দিয়েছেন তিনি। যার জন্য সর্বোচ্চ চার বছর, ৯ মাসের হাজতবাসের দাবি করেন সরকারি আইনজীবীরা।
মার্চ মাসে আইনজীবীরা দাবি করেছিলেন যে আনসেলোত্তি নাকি ভুয়ে কোম্পানির আড়ালে নিজের আসল আয় লুকিয়ে রেখেছিলেন। যদিও আনসেলোত্তির মিডিয়া সংস্থার তরফে এখনও এই নিয়ে মুখ না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতালিয়ান এই কোচই প্রথম নয়, যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। এর আগে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোসে মৌরিনহোর মতো তারকাদের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে এবং শাস্তিও দেওয়া হয়েছে, তবে তাঁদের কারোরই শেষমেষ হাজতবাস হয়নি।
কারণ স্পেনে যদি কাউকে ২ বছরের কম হাজতবাসের শাস্তি দেওয়া হয়, সেক্ষেত্রে প্রথমবার ভুল করার জন্য বিচারকরা সেই শাস্তি মুকুব করে দিতে পারেন। ফলে স্রেফ জরিমানার অঙ্কটুকু মিটিয়ে দিলেও এযাত্রায় রেহাই পেয়ে যেতে পারেন নেইমার, জুনিয়রদের বর্তমান বস। ব্রাজিল ফুটবল সংস্থার তরফেও এখনও এই বিষয়ে কোনও কথা বলা হয়নি।
বিশ্বের একমাত্র কোচ হিসেবে ইতালির হাইপ্রোফাইল ম্যানেজার কার্লো আলসেনোত্তি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মাদ্রিদের হয়ে তিনবার এবং এসি মিলানকে দুবার জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। একমাত্র কোচ হিসেবে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি এবং ফ্রান্সের ঘরোয়া লিগ জেতার কৃতিত্বও রয়েছে কার্লো আনসেলোত্তির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।