হাতির হানায় মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। অনেক ক্ষেত্রেই হাতিকে মানুষের দ্বারা হয়রানি করা হয়। আর তরফলে প্রাণহানি ঘটে। এরকমই হাতিকে হয়রানির একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে পোস্ট করে সতর্ক করলেন এক বনকর্তা। প্রবীণ কাসওয়ান নামে একজন আইএফএস অফিসার উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন, হাতিকে হয়রানি ঠিক কতটা মারাত্মক হতে পারে! ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: লোকালয়ে হাতির হানা রুখতে তৈরি হবে এলিফ্যান্ট করিডর, একাধিক পদক্ষেপ নবান্নের
আইএফএস অফিসারের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন যুবক বন্য হাতিদের হয়রানি করছে। হাতিটি কখনও পালিয়ে যাচ্ছে আবার কখনও যুবকের দিকে তেড়ে আসছে। আবার যুবক মজার ছলে হাতির দিকে এগিয়ে যাচ্ছে। তারফলে ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে হাতিটি। যদিও শেষমেষ যুবকের ভয় হাতিটি পালিয়ে যায়। পরে জঙ্গল থেকে আরও বেশ কয়েকটি হাতি বেরিয়ে আসে। সেগুলিও যুবকের ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এরকম ঘটনা নিয়ে প্রকাশ করেছেন আইএফএস অফিসার। তিনি বলেছেন, ওই যুবক হয়তো হাতির দলকে তাড়া করতে সক্ষম হয়েছে তবে এর পরিণতি ভয়ঙ্কর হবে। কারণ এরফলে ওই হাতিটি আরও আক্রমণাত্মক হয়ে উঠবে এবং যেকোনও মানুষের উপর হামলা চালাতে পারে।
অফিসার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিয়ো শেয়ার করে বলেছেন, ‘হয়তো যুবক হাতিদের তাড়িয়ে দিতে পেরেছেন। কিন্তু, এই প্রাণীরা আগামী কয়েকদিন অন্য মানুষকে দেখলে শান্তিতে আচরণ করবে না। তাই মজার জন্য বন্য প্রাণীদের বিরক্ত করবেন না।’ তিনি আরও লেখেন, ‘হাতিরা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। মানুষের দ্বারা হয়রানি বা বিরক্তি পরবর্তী দিনে হাতিদের মধ্যে বেশ কিছু আচরণগত পরিবর্তন ঘটাতে পারে।’