WhatsApp View Once: একবার পড়লেই নিজে থেকে ডিলিট হবে মেসেজ! আসছে নতুন ফিচার Updated: 13 Dec 2022, 07:47 PM IST Soumick Majumdar অ্যান্ড্রয়েডের লেটেস্ট হোয়াটসঅ্যাপ বেটা ভার্সান 2.22.25.20-এ এই নতুন ফিচার এসে গিয়েছে। ম্যাশাবেল-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোনও ব্যবহারকারী এই ধরনের মেসেজ পাঠালে, প্রাপক সেটি কোনওভাবেই শেয়ার বা ফরওয়ার্ড করতে পারবেন না।