শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। দিল্লিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসন। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। ঢাকা থেকে দিল্লিতে এনিয়ে 'নোট ভারবাল'( কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
কিন্তু এবার প্রশ্ন ভারত এনিয়ে কী বলছে?
বহুজনের আগ্রহ রয়েছে ভারত এনিয়ে কী অবস্থান নিচ্ছে সেটা জানার জন্য। প্রসঙ্গত গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি সাময়িকভাবে ভারতে আসেন বলে খবর। এরপর থেকে বার বারই বাংলাদেশের তরফে বার বারই হাসিনার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তোলা হয়। এবার একেবারে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠাল বাংলাদেশ।
এনিয়ে এবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, 'আমরা এটা নিশ্চিত করছি যে আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি নোট ভার্বাল( Note Verbale) আমরা পেয়েছি। প্রত্যর্পণ সংক্রান্ত একটা অনুরোধের ব্যাপারে। এই সময়ে এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছু নেই।' জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের তরফে।
ভারতের তরফে যা জানানোর তা জানিয়ে দেওয়া হল এবার। এরপর বাংলাদেশ এনিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার।
প্রসঙ্গত ছাত্র জনতার আন্দোলনের জেরে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর তিনি একাধিক বার্তাও দিয়েছিলেন। এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই সমস্যায় পড়ে যায় আওয়ামি লীগের নেতা কর্মীরা। সেই সঙ্গেই হাসিনার বিরুদ্ধেও একের পর এক তোপ দাগা শুরু করেছেন বিএনপি নেতৃত্ব। সেই সঙ্গে একের পর এক ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে বাংলাদেশের তরফে।
এদিকে হাসিনা ও তার পরিবারকে চাপে ফেলতে চেষ্টার কোনও কসুর করছে না বাংলাদেশ। এর আগে গত ১৭ অক্টোবর জুলাই-অগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর ১০ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ করতে পুলিশকে চিঠি দিয়েছিলেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম।
সেই সঙ্গেই হাসিনার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলছে বর্তমান বাংলাদেশ। এবার একেবারে ভারবাল নোট পাঠিয়ে ভারততে জানাল, হাসিনাকে ফেরত পাঠান। বিচারের মুখোমুখি করানো হবে।