দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন সেখানকার রাষ্ট্রপতি। এদিকে তারপর থেকেই জোর শোরগোল। মঙ্গলবার সেখানকার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইওল সামরিক শাসন জারি করেছিলেন। আর তারপরেই সংসদে ভোটাভুটি শুরু হয়ে যায় এই সামরিক আইন প্রত্যাহারের জন্য। ন্যাশানাল অ্যাসেম্বলি স্পিকার উ ওন শিক ঘোষণা করেছেন যে আইনপ্রণেতারা গণতন্ত্রকে রক্ষা করবেন। তিনি পুলিশ ও সেনার আধিকারিকদের অনুরোধ করেছেন যে আপনারা অ্যাসেম্বলি চত্বর থেকে সরে যান।
এদিকে সেই ১৯৮০সালের পর থেকে দক্ষিণ কোরিয়ায় এমন একনায়কতন্ত্র আগে দেখা যায়নি। এদিকে সেখানকার রাষ্ট্রপতির ঘোষণার পরেই সাউথ কোরিয়ার সেনা ঘোষণা করেছে যে সংসদ ও অন্য রাজনৈতিক জমায়েত যেখানে সামাজিক একটি বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে সেটা করা যাবে না।
সেনার তরফে বলা হয়েছে যে চিকিৎসকরা ধর্মঘটে গিয়েছিলেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে হবে। প্রায় মাসখানেক ধর সেখানকার চিকিৎসকরা ধর্মঘটে নেমেছিলেন। তবে এবার সেনা জানিয়েছে, যারা নির্দেশ অমান্য করবে তাদের ওয়ারান্ট ছাড়াই গ্রেফতার করা হবে।
সাউথ কোরিয়ার আইনে সামরিক শাসন একমাত্র তোলা যায় সংসদের সংখ্য়াগরিষ্ঠের ভোটে। এদিকে বিরোধী রাজনৈতিক দলের হাতে সংখ্য়াগরিষ্ঠ ভোট রয়েছে বলে খবর। ১৯০জন আইনপ্রণেতা যারা সংসদে উপস্থিত ছিলেন তাঁরা এই সেনা শাসন তোলার পক্ষে ভোট দেন। টিভি ফুটেজে দেখা গিয়েছে এই ভোটের পরেই সেনারা সরতে থাকে। সব মিলিয়ে ৩০০জন আইনপ্রণেতার মধ্য়ে ১৯০জন উপস্থিত ছিলেন। সকলেই সামরিক শাসন তোলার পক্ষে ভোট দেন।