Uttarakhand UCC Bill: উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা বিলে বলা হয়েছে যে লিভ-ইনে আগ্রহী দম্পতিদের বয়স যদি ২১ বছরের কম হয়, তাহলে অবশ্যই তাঁদের বাবা মায়ের কাছ থেকে অনুমতি বা সম্মতি নিতে হবে।
লিভ-ইন করার আগে করুন এই কাজ
লিভ-ইন রিলেশনশিপে আগ্রহী, অথচ বাবা মায়ের সম্মতি ছাড়াই নিচ্ছেন পদক্ষেপ, এই ক্ষেত্রে সাবধান। ৬ মাসের জেল হতে পারে আপনারও। লিভ-ইন সম্পর্কে যাওয়ার আগে নিজের জেলার কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। এটা না করলেও ছয় মাসের জন্য জেলে যেতে হতে পারে। উত্তরাখণ্ড বিধানসভায় আজ পেশ হওয়া ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিলে এই বিধান দেওয়া হয়েছে।
খসড়া বিলের বিধান অনুসারে, এই বিল আইনে পরিণত হলে রাজ্যে লিভ-ইন সম্পর্কে থাকা কাপল বা লিভ-ইন সম্পর্কের জন্য প্রস্তুত যারা তাঁদের অবশ্যই নিবন্ধন করতে হবে। বিলে আরও বলা হয়েছে যে এই ধরনের ব্যক্তিদের বয়স যদি ২১ বছরের কম হয়, তবে তাঁদের নিজ নিজ বাবা মায়ের কাছ থেকে অনুমতি বা সম্মতি নিতে হবে। মূলত, উত্তরাখণ্ডের বাসিন্দাদের জন্য এই নিয়ম জারি হতে চলেছে। তবে, কেউ যদি এমন থাকেন, যিনি উত্তরাখণ্ডের বাসিন্দা নন, কিন্তু সে রাজ্যে লিভ-ইন রিলেশনশিপে বসবাস করছেন, তাহলে তাঁদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
UCC বিলের জন্য ডাকা উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই বিলটি উত্থাপন করেন। মুখ্যমন্ত্রীর বিলটি উপস্থাপনের সময়, শাসক দলের বিধায়করাও 'ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এবং জয় শ্রী রাম' স্লোগান তুলেছিলেন। রবিবার রাজ্য মন্ত্রিসভা ইউসিসির খসড়াটি গ্রহণ করেছে এবং এটিকে একটি বিল হিসাবে হাউসে পেশ করার অনুমোদনও দিয়েছে ইতিমধ্যেই।