বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আজ শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে শোকের ছায়া। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহল থেকেও শোক বার্তা বয়ে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে একজন সত্যিকারের রাজনীতিবিদ বলেছেন। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে যে ধরনের সম্পর্ক এবং সহযোগিতা আজ রয়েছে তা মনমোহন সিংয়ের দূরদর্শিতা ছাড়া সম্ভব হতো না।
আরও পড়ুন: স্মৃতিসৌধ নিয়ে 'রাজনৈতিক তরজার' মাঝে শেষযাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘জিল (স্ত্রী) এবং আমি ভারতের জনগণের সঙ্গে যোগ দিচ্ছি। আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে অভূতপূর্ব সহযোগিতার স্তর প্রধানমন্ত্রীর কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সাহস ছাড়া সম্ভব হত না।’ জো বাইডেন আরও লিখেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের মধ্যে প্রথম কোয়াড চালু করতে সাহায্য করা থেকে শুরু করে মার্কিন-ভারত বেসামরিক পারমাণবিক চুক্তি জাল করার ক্ষেত্রে মনমোহন সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মার্কিন রাষ্ট্রপতি মনমোহন সিংকে ‘একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ জনসেবক’ বলে উল্লেখ করেন। জো বাইডেন মনমোহনকে ‘একজন দয়ালু এবং নম্র ব্যক্তি’ বলেও প্রশংসা করেছেন।
স্মৃতিচারণ করে মনমোহনের সঙ্গে সাক্ষাতের কথা মনে করিয়ে জো বাইডেন লেখেন, তিনি ২০০৮ সালে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান এবং ২০০৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। তিনি আরও লেখেন, ‘মনমোহন সিং ২০১৩ সালে নয়া দিল্লিতে আমার সঙ্গে দেখা করেছিলেন। আমরা তখন আলোচনা করেছিলাম মার্কিন-ভারত সম্পর্ক বিশ্বের সবচেয়ে পরিণতিমূলক।’ সর্বোপরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে তাঁর স্ত্রী এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জো বাইডেন। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ইতিমধ্যেই সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। তাছাড়া, সাত দিন সমস্ত ধরনের অনুষ্ঠান বাতিল করেছে কংগ্রেস।