সনাতন ধর্মই হল ভারতের 'জাতীয়' ধর্ম, ২৬ জানুয়ারি মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তাঁর কথায়, এই মহাকুম্ভ কোনও এক নির্দিষ্ট ধর্ম বা জাতির নয়, এটা সব ভারতীয়র। এনডিটিভি-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম। এটা মানবতার ধর্ম। উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে। কিন্তু ধর্ম একটাই, আর সেই ধর্ম হল সনাতন ধর্ম। কুম্ভ সেই সনাতন ধর্মের প্রতিনিধি।' (আরও পড়ুন: 'ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও...', ইস্যু এক, স্লোগান আরেক!)
আরও পড়ুন: খুলনায় হিন্দু পড়ুয়াকে খুনের ঘটনায় 'ঘনিষ্ঠ বন্ধু' গ্রেফতার, ক্রমে বাড়ছে রহস্য
যোগী আদিত্যনাথ জানান, চলতি মহাকুম্ভে ইতিমধ্যেই প্রায় ৬ কোটি ভক্ত গঙ্গা, যমুনা এবং একদা সরস্বতীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। তাঁর কথায়, 'মহাকুম্ভ থেকে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। এখানে কোনও বৈষম্য নেই। যারা সনাতন ধর্মের সমালোচনা করতেন, আমরা তাঁদের বলব, এসে দেখে যান এখানে। ধৃতরাষ্ট্র হবেন না, নিজে এসে দেখুন।' (আরও পড়ুন: এতদিন পরও জারি ধরপাকড়, চট্টগ্রামে গ্রেফতার চিন্ময় প্রভুর আরও ১১ 'অনুগামী')
সংস্থা এএনআই সূত্রে খবর, মহাকুম্ভে প্রথম ১৪ দিনে ১১ কোটিরও বেশি ভক্ত প্রয়াগরাজের পবিত্র জলে স্নান করেছেন। এরই মধ্যে ২৬ জানুয়ারি প্রয়াগরাজ সফরে গিয়ে মহাকুম্ভে স্নান করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। স্নান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদব বলেন, 'মানুষ এখানে আসেন তাঁদের বিশ্বাস নিয়ে। আমি ১১ বার পবিত্র স্নান করেছি। এখানে বিভাজন ও নেতিবাচক রাজনীতির কোনও স্থান নেই। যেদিন হরিদ্বারে স্নান করেছিলাম, সেদিন উৎসব ছিল। আজ এখানে স্নান করার সুযোগ পেলাম।'