গতরাতের দুর্ঘটনার জেরে আজ বাতিল হয়েছে একাধিক ট্রেন। এদিকে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে একাধিক ট্রেন। এর মধ্যে হাওড়া থেকে ছেড়ে যাওয়া দু'টি ট্রেনও রয়েছে। এদিকে বেশ কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। নির্ধারিত গন্তব্যের আগেই সেই ট্রেনগুলিকে থামিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রতীকী ছবি(Photo by Arun SANKAR / AFP)
অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় দুর্ঘটনার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এই লাইন দিয়েই দূরপাল্লার বহু ট্রেন ছুটে যায়। তবে গতরাতের দুর্ঘটনার জেরে আজ বাতিল হয়েছে একাধিক ট্রেন। এদিকে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে একাধিক ট্রেন। এর মধ্যে হাওড়া থেকে ছেড়ে যাওয়া দু'টি ট্রেনও রয়েছে। এদিকে বেশ কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। নির্ধারিত গন্তব্যের আগেই সেই ট্রেনগুলিকে থামিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: গভীর রাতে প্রাণ গেল ১২ বছর বয়সি এক শিশুরও, কোচি বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩)