Garra river Accident:জলে ভেসে উঠল ৭ জনের দেহ! নদীতে ট্রাক্টর পরে মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশে
1 মিনিটে পড়ুন Updated: 28 Aug 2022, 01:36 PM ISTট্রাক্টরে থাকা ১৪ জন কৃষক নদীর জল সাঁতরে উঠে এসেছেন। বাকি ৮ জনের দেউ উদ্ধার করেছে প্রশাসন। ৬ জনের দেহ নদীতে ভেসে উঠেছে। মর্মান্তিক এই ঘটনায় হরদোইতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, ট্রাক্টরে গ্রামে ফিরছিলেন ওই ২৪ জন।