মন দিয়ে নির্মলা সীতারমনের বাজেট শুনলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী। ২০১৯ সালে সাংসদ হওয়ার পর এই নিয়ে টানা তিনবার সংসদে বাজেট অধিবেশনে যোগ দিলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী। আজ, বুধবার কালো রঙের পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী–সাংসদ। কিন্তু তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন। যাঁরা সাংসদ নন।
কারা ছিলেন সাংসদ মিমির সঙ্গে? এবার সংসদে আর একা ছিলেন না। ২০২৩–২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশন শুনতে এবার তাঁর সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবা–মা’কে। তবে আগেও নিজের মা’কে নিয়ে সংসদে গিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী। সংসদে বসে বাজেট শোনা বাবা–মাকে নিয়ে এই প্রথম। সংসদের বাইরে দাঁড়িয়ে একটি ছবি তোলেন বাবা–মায়ের সঙ্গে। আর তারপর সেই ছবি টুইটারে পোস্ট করেছেন। সেখানে লেখেন, ‘বাজেট অধিবেশন ২০২৩ বাবা–মায়ের সঙ্গে’।
ঠিক কী দেখা গিয়েছে? আজ, বুধবার দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ সাংসদ মিমি টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বাবার কাঁধে ডানহাত রেখে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর এক পাশে দাঁড়িয়ে আছেন তাঁর মা। বাম হাতে ঝোলানো সাইড ব্যাগ। আর জড়িয়ে রাখা হলুদ রঙের একটি বড় খাম। তবে সেই খামে ঠিক কী রয়েছে তা খোলসা করেননি সাংসদ মিমি। বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি ডায়েরিবন্দি করে নিয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? এই বাজেট নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সংসদের বাইরে মিমি ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। তবে গতবছর সংসদে অধিবেশন চলাকালীন দেশের বেশ কয়েকজন মহিলা সাংসদ একসঙ্গে ছবি তুলেছিলেন। যার মধ্যমণি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নারীশক্তির কথা ব্যাখ্যা করেছিলেন খোদ অর্থমন্ত্রী। আজ, বুধবার সেই নির্মলার পেশ করা বাজেটই মন দিয়ে শুনলেন মিমি। করলেন ছবি পোস্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup