দিল্লির ডিয়ার পার্কে কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। পরিচয় জানার চেষ্টা চলছে। রবিবার সকালে একটি গাছ থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই দু’জন আত্মঘাতী হয়েছেন। (আরও পড়ুন: ঢাকায় ঘুরল খেলা! সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে উলটো দাবি হাসনাতের বেস্ট ফ্রেন্ডের)
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির হওজ খাস এলাকার ডিয়ার পার্কে রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কিশোর ও কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পান এক নিরাপত্তারক্ষী। অন্যদিকে, ছুটির দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন দেহ দেখে রীতিমতো চমকে যান বাকিরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁরা পার্কে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করেন। তারপর ময়নাতদন্তের জন্য জোড়া দেহ মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কিশোরের বয়স আনুমানিক ১৭ বছর। তাঁর পরনে ছিল কালো টি-শার্ট ও নীল রঙের জিনস এবং কিশোরী সবুজ রঙের পোশাক পরেছিলেন। (আরও পড়ুন: ফের রক্ত ঝরল বালোচিস্তানে, গুলি করে হত্যা ৪ পুলিশ সহ ৮ জনকে)
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিয়ার পার্কের নিরাপত্তারক্ষী বলজিৎ সিং পুলিশকে জানান, একটি ছেলে এবং মেয়ের মৃতদেহ গাছের ডালে ঝুলছে দেখতে পান তিনি। তদন্তের জন্য অপরাধ টিমকে ডাকা হয়েছে।আর এই ঘটনা সামনে আসতেই সকাল সকাল হইচই পরে গিয়েছে রাজধানীতে।
আরও পড়ুন: বাংলাদেশে হাসিনা বিরোধী ঢেউয়ের বিষয়ে আগে থেকে অবগত ছিল ভারত, বললেন জয়শংকর
অন্যদিকে, আম আদমি পার্টি এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় আপ লিখেছে, 'দিল্লির হওজ খাস এলাকার ডিয়ার পার্ক একটি বিখ্যাত পিকনিক স্পট। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে আসেন। সেখানে গাছ থেকে দুটি মৃতদেহ উদ্ধার হওয়ায় প্রশাসন এবং পুলিশের উপর অনেক প্রশ্ন তুলে দিয়েছে। দিল্লির হওজ খাস এলাকায় অবস্থিত এই ডিয়ার পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মানুষ এখানে আসেন মনভরে নিঃশ্বাস নিতে। এছাড়াও, এই উদ্যানটিকে দিল্লির ফুসফুসও বলা হয়। এই পার্কের ভেতরে প্রচুর সংখ্যক হরিণ রয়েছে। সেখানে কি ভাবে দুজন কিশোর-কিশোরী ঢুকে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।