তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে নতুন উত্তেজনার সৃষ্টি করতে প্রস্তুত তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কঝগম (টিভিকে) দলের প্রধান বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তাঁর দল, মাদুরাই জেলার পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্যস্তরের কনফারেন্সের পরেই বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এবার নির্বাচনে কোন আসন থেকে বিজয় লড়বেন তাও জানিয়ে দিয়েছেন।
বুধবার রাত থেকেই মাদুরাই জেলার পারপাখিতে টিভিকে-এর দ্বিতীয় রাজ্যস্তরের কনফারেন্সের প্রস্তুতি চলছিল। আর বিজয়ের এই কনফারেন্সে যোগ দিতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বক্তৃতা দিতে গিয়েই বিজয় জানালেন, তিনি আগামী বছর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর পশ্চিম মাদুরাই আসন থেকে লড়বেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দিলেন যে, তার দল সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মাদুরাইতে উল্লসিত ভক্তদের সামনে দলের দ্বিতীয় রাজ্যস্তরের কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি ক্ষমতাসীন ডিএমকে বা বিজেপির সঙ্গে কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে এককভাবে লড়াই করার ঘোষণা করেছেন। ফিল্মি কায়দায় তিনি বলেন, ‘একটি সিংহ একবার গর্জন করলে তার কম্পন আট কিলোমিটার পর্যন্ত শোনা যায়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে একজনই। সিংহ সিংহই থাকে।’ তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল যে সমস্ত আসন থেকেই লড়বেন, সেই ইঙ্গিতও দেন তিনি। বিজয় বলেন, ‘২০২৬ সালে দলের প্রার্থীদের নাম ঘোষণা করতে দিন। আমি মাদুরাই পূর্ব, পশ্চিম ...সমস্ত মাদুরাই থেকে দাঁড়াব। আমি ২৩৪টি আসনেই দাঁড়াব।’
আরও পড়ুন-ভারত-ব্রিটেন সেতুবন্ধন! প্রয়াত প্রবাসী শিল্পপতি লর্ড স্বরাজ পল, শোকস্তব্ধ মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে বিজয় অভিযোগ করেন, বিজেপি তামিলনাড়ুর প্রয়োজনকে উপেক্ষা করছে। তিনি বলেন, ‘আপনারা আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ, তা করছেন না। আপনারা জনতুষ্টির জন্য আরএসএসের সঙ্গে জোট করে চলেছেন। আপনারা হয়তো ভাবছেন, ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনই তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি আমার বাজার হারিয়ে নয়। আমি মন থেকে বলতে চাই—আমি মানুষকে ভালোবাসি। আমি মানুষকে সম্মান করি। আমি মানুষকে পুজো করি। মানুষ আমাকে যা দিয়েছে, আমি তার প্রতিদান দিতে পারব না। আমি চিরকাল মানুষের সঙ্গে থাকব। এর বাইরে আমার অন্য কোন উদ্দেশ্য নেই। এটিই এখন আমার পেশা।’
আরও পড়ুন-ভারত-ব্রিটেন সেতুবন্ধন! প্রয়াত প্রবাসী শিল্পপতি লর্ড স্বরাজ পল, শোকস্তব্ধ মোদী
বিজয়ের এই সমাবেশ তামিলনাড়ুর রাজনীতিতে তাঁর শক্তিশালী উপস্থিতি প্রদর্শনের একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি রাজ্যব্যাপী সফরের পরিকল্পনা করেছেন, যার মাধ্যমে তিনি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করবেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এআইএডিএমকে-এর আধিপত্য ভাঙা বিজয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডিএমকে-এর নেতা এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তাঁর দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং জোট নীতির মাধ্যমে ২০২১ সালে জয়লাভ করেছিলেন। অন্যদিকে, এআইএডিএমকে এবং বিজেপি জোট গঠন করে ২০২৬-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে।তবে মাদুরাইয়ের এই সমাবেশ তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বিজয়ের তারকা ক্ষমতা এবং তাঁর দলের সাংগঠনিক প্রস্তুতি কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে।