প্রয়াত বিশিষ্ট প্রবাসী শিল্পপতি লর্ড স্বরাজ পল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।পরিবার সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দিন কয়েক আগে বার্ধ্যক্যজনিত অসুস্থতার কারণে ‘ক্যাপারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এর প্রতিষ্ঠাতা পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না। হাসপাতালেই তিনি প্রয়াত হয়েছেন।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পমহল ও রাজনৈতিক মহল।
লর্ড স্বরাজ পলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ব্রিটেনের সংসদের উচ্চকক্ষে তাঁর সতীর্থ লর্ড ব়্যামি রেঞ্জারও। এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, 'লর্ড স্বরাজ পলের প্রয়াত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত। ব্যবসা থেকে শুরু করে সমাজসেবা-সহ নানা ব্যাপারে তাঁর অবদান মনে রাখার মতো। ভারতের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। তাঁর সঙ্গে কাটানো সময় আমার স্মৃতিতে থেকে যাবে।তাঁর পরিবার এবং ভক্তদের সমবেদনা জানাই।'
কে লর্ড স্বরাজ পল?
ব্রিটেনে শিল্পের সূচনা হলেও লর্ড স্বরাজ পলের জন্ম ভারতের পাঞ্জাবের জলন্ধরে। সেখানেই বড় হওয়া, ভারতের জল হাওয়া তাঁর হাড়ে মজ্জায় জড়িয়ে ছিল। ১৯৬৬ সালে কন্যা অম্বিকার চিকিৎসার জন্য তিনি প্রথম ব্রিটেনে যান। কিন্তু বহু চিকিৎসা করিয়েও অম্বিকাকে বাঁচানো যায়নি। মাত্র চার বছর বয়সেই অম্বিকার মৃত্যু হয় ৷ আর দেশে ফেরেননি। মেয়ের স্মৃতি নিয়েই সমাজসেবক স্বরাজ পল থেকে যান লন্ডনে। সেখানেই শুরু করেন ব্যবসা। প্রতিষ্ঠা করেন 'ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।' শিল্পপতি হিসাবে তো বটেই, পাশাপাশি হাউজ অফ লর্ডসের সক্রিয় সদস্য ছিলেন স্বরাজ। বাণিজ্য শিক্ষা বা নতুন নতুন উদ্যোগে তাঁর জনহিতকর কার্যকলাপ বহু আলোচিত। এক সময় যখন লন্ডন চিড়িয়াখানা বন্ধের কথা উঠেছিল সেই সময় চিড়িয়াখানাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন এই অনাবাসী ভারতীয়।
লন্ডনে ব্যবসা করলেও ভারতের সঙ্গে সম্পর্ক কোন দিনও ছিন্ন করেননি তিনি। ভারত এবং ব্রিটেন সম্পর্কের উন্নতির জন্য বারংবার চেষ্টা করে গিয়েছেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদী অথবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সকলের সঙ্গেই স্বরাজ পলের সুসম্পর্ক বজায় ছিল। এমনও কথা হয়েছিল যে তাঁর কোম্পানি 'ক্যাপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ' পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে। কিন্তু আকস্মিক প্রয়াণে সব আশা বোধহয় শেষ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাঁর সংস্থা ক্যাপারোর ৪০টি দফতর আছে। উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে শুরু করে ভারত এবং মধ্যপ্রাচ্যে নিজের দফতর তৈরি করেছিলেন এই প্রয়াত শিল্পপতি। ক্যাপারো ইন্ডিয়ার দায়িত্ব সামলাচ্ছেন তাঁর পুত্র আকাশ পল ৷২০১৫ সালে ছেলে অঙ্গদ পল এবং ২০২২ সালে স্ত্রী অরুণা পলের মৃত্যুর পরেও একই ধরনের জনহিতৈষী প্রতিষ্ঠান গড়েন শিল্পপতি।