বাংলা নিউজ > ঘরে বাইরে > Sharad Pawar on Mamata Banerjee: মমতা কি INDIA ব্লককে নেতৃত্ব দেওয়ার যোগ্য? 'অধিকার' নিয় বড় কথা বললেন শরদ পাওয়ার
পরবর্তী খবর
একদিন আগেই নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি ইন্ডিয়া ব্লককে নেতৃত্ব দিতে প্রস্তুত। এই আবহে মতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি-এসপি দলের প্রধান শরদ পাওয়ার। বার্তাসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এনসিপি-এসপি সূত্র দাবি করছে, শরদ পাওয়ার নাকি মমতার মন্তব্যকে সমর্থন করেছেন। এর আগে সমাজবাদী পার্টিও মমতার মন্তব্যকে সমর্থন করেছিল। যদিও ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক সিপিআই এই নিয়ে দ্বিমত পোষণ করে। (আরও পড়ুন: ভারতকে অস্থিতিশীল করতে চায় USA, অভিযোগ করে BJP, জবাবে মার্কিন দূতাবাস বলল...)