সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ বা স্লিপিং প্রিন্স নামেই তাঁকে চিনত সারা বিশ্ব। দীর্ঘ ২০ বছর ধরে কোমায় ছিলেন তিনি।অবশেষে শনিবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন সৌদির প্রিন্স আলওয়ালিদ বিন খালিদ বিল তালাল বিন আবদুলাজিজ আল সৌদ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।
গ্লোবাল ইমামস কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘গ্লোবাল ইমামস কাউন্সিল যুবরাজ আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের মৃত্যুতে রাজকীয় মহামান্য ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবং সম্মানীয় রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একটি মর্মান্তিক দুর্ঘটনার পরে টানা ২০ বছর ধরে তিনি দীর্ঘ সংগ্রাম চালিয়ে গিয়েছেন এবং তারপরে তাঁর মৃত্যু হয়েছে।' অন্যদিকে যুবরাজের বাবা একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আল্লাহর নিয়তি ও ভাগ্যের প্রতি পূর্ণ বিশ্বাস এবং গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিন আবদুলাজিজ আল সৌদের জন্য শোক প্রকাশ করছি যিনি আজ আল্লাহর আশীর্বাদে মৃত্যুবরণ করেছেন।’
আরও পড়ুন-মেঘালয়কাণ্ডের পুনরাবৃত্তি! দেওরের সঙ্গে মিলে স্বামীকে ইলেকট্রিক শক স্ত্রীর, তারপর যা হল...
ব্রিটেনের একটি সামরিক কলেজে পড়াকালীন এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন প্রিন্স আলওয়ালিদ যখন তাঁর বয়স মাত্র ১৫ বছর। এই দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত ও আভ্যন্তরীণ রক্তক্ষরণের হয়, আর এর ফলেই তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। পরে তাঁকে রিয়াধের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি প্রায় ২০ বছর ধরে লাইফসাপোর্টে ছিলেন। বছরের পর বছর ধরে কোমায় ছিলেন প্রিন্স আলওয়ালিদ। মাঝে মাঝে তাঁর আঙুল নড়েচড়ে উঠত আর সেটা ঘিরেই আশার আলো জাগত। মার্কিন ও স্পেনীয় বিশেষজ্ঞরা এসেও তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরে পাননি যুবরাজ।
তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল ছেলের জীবন বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। বারবার তাঁকে বলা হয়েছে যেন তিনি লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেন। কিন্তু তিনি সেই প্রস্তাব অস্বীকার করেন। তাঁর ধারণা ও বিশ্বাস ছিল যে মৃত্যুর মুহূর্ত ঠিক করবেন স্বয়ং আল্লাহ। ২০ জুলাই রবিবার নমাজের পরে রিয়াধের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আলওয়ালিদের শেষকৃত্য সম্পন্ন হয়।
আরও পড়ুন-মেঘালয়কাণ্ডের পুনরাবৃত্তি! দেওরের সঙ্গে মিলে স্বামীকে ইলেকট্রিক শক স্ত্রীর, তারপর যা হল...
উল্লেখ্য, প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সৌদির রাজ পরিবারের এক সদস্য হলেও বর্তমান শাসকের সঙ্গে তাঁর সরাসরি সম্পর্ক নেই। তাঁর ঠাকুরদাদা প্রিন্স তালাল বিন আবদুলাজিজ আল সৌদ ছিলেন আধুনিক সৌদি আরবের প্রথম শাসক। আর এই কারণেই তাঁকে এখন সৌদির যুবরাজ বলা হয়। যদিও সৌদির বর্তমান শাসক কিং সলমন বিন আবদুলাজিজ আল সৌদও কিং আবদুলাজিজের সন্তান আর তাই এই সম্পর্কের খাতিরে এখনকার শাসক স্লিপিং প্রিন্সের খুড়তুতো দাদুর মত।