বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi: কংগ্রেসের ‘মাথা ব্যথা’র কারণ রাহুল! সোনিয়া পুত্রের মন্তব্যে ‘কঠিন’ ২৪-এর পথ
পরবর্তী খবর
রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত চিন্তন শিবিরে কংগ্রেস নিজের মাথা ব্যথার দাওয়াই খুঁজতে চেয়েছিল। তবে সেই চিন্তন শিবিরের মঞ্চ থেকেই দলকে ‘মাথা ব্যথা’র নতুন কারণ দিলেন প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। চিন্তন শিবিরের মঞ্চ থেকে রাহুল গান্ধী ‘আঞ্চলিক দলগুলিকে’ খাটো করেছিলেন। তবে এবার রাহুলের সেই মন্তব্যের প্রেক্ষিতে পালটা তোপ বিহারে কংগ্রেসের শরিক আরজেডি। রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে তাঁরে সাম্প্রতিক নির্বাচনের পরিসংখ্যা ঘেটে দেখতে বলল আরজেডি। পাশাপাশি লালুর দলের তরফে দাবি করা হয়েছে, রাহুলের এই মন্তব্য কংগ্রেস দলের নীতিবিরুদ্ধ। (আরও পড়ুন: ‘ভারতের সমালোচনা করবেন না...’, অপ্রত্যাশিত ভাবে নয়াদিল্লির ‘ঢাল’ হল বেজিং!)