শেয়ার বাজারে টাটা গ্রুপের মাল্টিব্যাগার কোম্পানি টাইটান কোম্পানির উত্থান হল। তার জেরে ব্যাপক লক্ষ্মীলাভ হল প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার। শুক্রবার বাজার খোলার পর বিএসইতে (বম্ব স্টক এক্সচেঞ্জ) টাইটানের প্রতিটি শেয়ারের দাম ৩,২১১.১ টাকায় পৌঁছে যায়। যা শেষ এক বছরের সর্বোচ্চ স্তর ছিল (৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ছিল ২০২২ সালের ৭ জুলাই)। আর টাইটান কোম্পানির উত্থানের ফলে কয়েক মিনিটের মধ্যেই প্রায় ৫০০ কোটি টাকা কামিয়ে ফেলেন রেখা ঝুনঝুনওয়ালা। তবে দিনের শেষে ৫০০ কোটি টাকা ধরে রাখা যায়নি। কারণ সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার বন্ধের সময় টাইটানের প্রতিটি শেয়ারের দাম কমে ঠেকেছে ৩,১৪৪.৭৫ টাকায়। অর্থাৎ বৃহস্পতিবারের থেকে ১.২৬ শতাংশ উত্থান হয়েছে টাইটানের শেয়ারের।
কারণ রেখা ঝুনঝুনওয়ালার হাতে টাটা গ্রুপের মালিকাধীন টাইটান কোম্পানির ৪৬৯৪৫৯৭০টি শেয়ার আছে। যা টাইটান কোম্পানির মোট শেয়ারের ৫.২৯ শতাংশ। আর শুক্রবার (যখন ৫২ সপ্তাহের শীর্ষ স্তরে পৌঁছে গিয়েছিল তথা প্রতিটি শেয়ারের দাম ছিল ৩,২১১.১ টাকা) টাইটানের প্রতিটি শেয়ারের দাম ১০৫.৪ টাকা বৃদ্ধি পাওয়ায় রেখা ঝুনঝুনওয়ালার সম্পত্তি ৪৯৫ কোটি বেড়ে যায়।