Rahul Gandhi's Bharat Jodo Yatra in Jammu: জোড়া বিস্ফোরণের পরও জম্মুতে জারি থাকল রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2023, 09:20 AM ISTগতকাল জম্মুতে জোড়া বিস্ফোরণের পর ভারত জোড়ো যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কংগ্রেস নেতা রাহুল আজ কাঠুয়া জেলার হীরানগর মোড় থেকে শুরু করেন পদযাত্রা। আজকে এই যাত্রা গিয়ে পৌঁছবে সাম্বার দুগ্গার হাভেলিতে।
আজ কাঠুয়া জেলা থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা।