ভারতকে শুল্কের ধাক্কা দিতে দিতে চিনের দিয়ে ঠেলে দিচ্ছিল আমেরিকার ট্রাম্প প্রশাসন। আমেরিকারই বহু রাজনীতিবিদ, সাংবাদিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষক এই দাবি করেছিল। এবং সেই দাবি সত্যি প্রমাণিত করেই ভারত ও চিন কাছাকাছি এসেছে। এই আবহে চিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সেখানে রবিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। (আরও পড়ুন: ভারতকে আক্রমণ USA-র, ইউক্রেন যুদ্ধকে 'মোদীর যুদ্ধ' আখ্যা ট্রাম্পের পরামর্শদাতার)
আরও পড়ুন: ভারতের ওপর ট্রাম্পের শুল্কের জেরে কষ্ট পাচ্ছে আমেরিকানরা: মার্কিন ডেমোক্র্যাট হাউজ কমিটি
গালওয়ান সংঘাতের আবহে দীর্ঘদিন ভারত ও চিনের মধ্যে দূরত্ব বজায় ছিল। এখনও যে দুই প্রতিবেশী দেশ 'বন্ধু' হয়ে উঠেছে, এমনটা নয়। তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছে, মার্কিন শুল্কের চাপ থেকে বাঁচতে একে অপরকে প্রয়োজন হবে ভারত ও চিনের। এই আবহে ট্রাম্পের কাছে মাথা নত না করে জিনপিংয়ের মুখোমুখি হচ্ছেন মোদী। (আরও পড়ুন: 'ভারতে পারমাণবিক বোমা ফেলো', লেখা ছিল মার্কিন স্কুলে হামলাকারীর বন্দুকে)
আরও পড়ুন: ট্রাম্পের শুল্কে চাপে ভারতের পোশাক শিল্প, স্বস্তি দিতে বড় পদক্ষেপ মোদী সরকারের
সম্প্রতি অপারেশন সিঁদুরে হস্তক্ষেপের দাবি থেকে পাকিস্তানের সঙ্গে সখ্যতা, এরপর শুল্ক নীতি নিয়ে ভারতের অর্থনীতিকে পিষে ফেলার চেষ্টা করেছে আমেরিকা। আর সেই আমেরিকাই আবার ভারতকে জ্ঞান দিতে এসেছিল গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে। গতকাল একটি সংবাদ চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই কাজ করেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। শুধু তাই নয়, তিনি ভারতকে 'অহঙ্কারী' বলে আখ্যা দেন। এরই সঙ্গে চিনের সঙ্গে ভারতের সখ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাভারো। আর এরপরই আজ ঘোষণা করা হল মোজী-জিনপিংয়ের বৈঠকের দিনক্ষণ। (আরও পড়ুন: ট্রাম্প ট্যারিফের ধাক্কায় থমকে জয়পুরের গয়না রফতানি, মাথায় হাত ব্যবসায়ীদের)